কলকাতা:- আইএসএল শিল্ড জয় এখন অতীত বাগানের। পরবর্তী লক্ষ আইএসএল কাপ ঘরে তুলে শাপমোচন। ইতিমধ্যেই হোসে মলিনা জানিয়েছেন তারা একেবারে আইএসএল কাপ ঘরে তুলে আনতে প্রস্তুত তবে এর মাঝেই মোহনবাগানের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় চোট আঘাত। মালদ্বীপ এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল শিলং এর দিকে যাত্রা শুরু করলে, তখন ভারতীয় দলে ডাক পায় মানভির সিং কিন্তু চোট আঘাতের কারণে একদিনের মধ্যেই আবারও মোহনবাগান শিবিরে ফিরে আসেন সবুজ মেরুন তারকা। অবশেষে দীর্ঘদিন মাঠের বাইরে থাকবার পরে আজ বল পায়ে অনুশীলন করলেন তিনি।
ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এবং ২০২৭ এশিয়ান কাপ এর যোগ্যতা অর্জন পর্বের জন্য মালদ্বীপ এবং বাংলাদেশের বিরুদ্ধে ঘোষিত হয়েছিল ভারতীয় দল। সেই দলেই আরো পাঁচ মোহনবাগান তারকার সাথে নিজের জায়গা করে নিয়েছিলেন মানভির সিং। তবে প্রথম দিন অনুশীলনের পরেই খানিক চোটের কারণে অনুশীলন থেকেই আবারো মোহনবাগান তাঁবুতে ফিরে আসে মানভির। সূত্রের মারফত জানা গিয়েছিল, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন তিনি। বেশ কয়েকদিন মাঠের বাইরে শুধুই কোচ এবং ফিজিও দের সাথেই কথা বলতে দেখা যায় তাকে কিন্তু আজ বাগান অনুশীলনে একেবারে তৈরি হয়েই এসেছিলেন তিনি। আজ অনুশীলনে এসেই প্রথমে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং করেন তিনি । ফের বল পায়েই খেলতে দেখা যায় মানভীরকে, জানা যাচ্ছে আগামী আইএসএল এর সেমিফাইনালের আগেই একেবারে সুস্থ হয়ে উঠবেন তিনি ।
এছড়াও আজ অনুশীলনে সমস্ত টিম কে দূরে রেখেই নিজেদের রিহ্যাব সেরে নিয়েছেন জেমি ম্যক্লারেন এবং আশীষ রাই। আসন্ন সেমিফাইনালের আগেই বর্তমানে মানভির কে পেয়ে চিন্তামুক্ত বাগান শিবির