মোহনবাগানের পথে পি ভি বিষ্ণু, আনোয়ারের বদলা সবুজ মেরুনের

0

কলকাতা:- আইএসএল শেষ হয়েছে এবং তার মধ্যেই দল বদলের বাজারে বিরাট চমক দিল মোহনবাগান। আইএসএল শিল্ড এবং আই এসএল এর কাপ জয়ের পর, ইস্টবেঙ্গলের ঘর ভাঙতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানে সই করতে চলেছেন ইস্টবেঙ্গলের যুব তারকা পি ভি বিষ্ণু। গত মরশুমেই আনোয়ার আলীকে মোহনবাগানের ঘর থেকে একেবারে তুলে এনেছিল ইস্টবেঙ্গল , এবার পুনরাবৃত্তি করল মোহনবাগান।

সূত্র মারফত জানা যাচ্ছে বিষ্ণুর সঙ্গে প্রায় সমস্ত কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান কর্তৃপক্ষ। লাল হলুদের জার্সি গায়ে দুরন্ত ফুটবল খেলেছেন এই বছর বিষ্ণু। ইস্টবেঙ্গলের বাকি খেলোয়াড়দের থেকে একেবারে অন্য স্রোতে গা ভাসিয়ে নিজের ফুটবল থেকে নজর কেড়েছেন দক্ষিণের ছেলে। এবার সেই বিষ্ণুকেই দলে নিতে চাইছে ইস্টবেঙ্গলের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। এর আগেও বিষ্ণুকে নিয়ে বেশ কিছু দলবদলের গল্প উঠেছিল কিন্তু সময়ের বেড়াজালে সেই সবই দিনশেষে নেতিয়ে পড়েছে। তবে এবার বস্তুত, বিষ্ণুকে দলে টানাটা এক প্রকার চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছে মোহনবাগান।

ইতিমধ্যেই সূত্র মারফত জানা গিয়েছিল, লাল হলুদ শিবিরে তেমন খুশি নন এই দক্ষিণের ছেলে এবং সেই জিনিসটিকেই একেবারেই বাগে করে এক দুরন্ত প্রস্তাব হাকিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। ইস্টবেঙ্গলের সঙ্গেও চুক্তি বাড়ানো নিয়ে নানান বিষয়েই আগ্রহ প্রকাশ করছিলেন না তিনি এবং সেই সুযোগ না ছেড়েই পাকাপাকি কথা শুরু করেছে মোহনবাগান। সমস্ত ঠিক থাকলে আগামী মরশুমেই সবুজ মেরুন জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে। তবে এখনো কথা চালাচ্ছে মোহনবাগান কর্তৃপক্ষ। তবে বিষ্ণুর মতন যুব উদীয়মান তারকাকে কি হাতছাড়া করবে ইস্টবেঙ্গল সেটাই এখন সময়ের অপেক্ষা।