কলকাতা:- আবারও পুরনো গল্প ফুটে উঠলো ময়দানে। দীর্ঘ ২ মাসের জল্পনার শেষ হওয়ার পরেই আবার যেনো লাল হলুদ শিবিরের আকাশে ঘন কালো মেঘ। ৪ বছরের জন্য নির্বাসিত হলেন ইস্টবেঙ্গল তারকা আনোয়ার আলী। সূত্র মারফত খবর ইস্টবেঙ্গল এর নতুন সই করা তারকা, আগামী চার মাসের জন্য খেলতে পারবেন না ইস্টবেঙ্গল এর হয়ে পাশাপাশি মোটা অংকের জরিমানাও দিতে হবে তাকে।
মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল এ যাওয়ার পথটি মোটেই সুগম ছিল না আনোয়ারের। না না বাধা-বিপত্তি পেরিয়ে এমনকি প্লেয়ার স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে একের পর এক তারিখ দেওয়ার পরে কার্যত ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেন প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার আনবার আলি। চারিদিকে দীর্ঘ ২ মাস যাবত তাকে নিয়েই চর্চা। চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলে আসবার পর থেকে আনোয়ারকে বহুভাবে কটাক্ষের স্বীকার করেছেন মোহনবাগান সমর্থকরা।
তবে এবার আনোয়ার কাণ্ডে এক নয়া দিক। নতুন নিয়ম অনুযায়ী চার মাসের জন্য নির্বাচিত হতে চলেছেন ইস্ট বেঙ্গল ডিফেন্ডার আনোয়ার আলী। সূত্র মারবো জানা যাচ্ছে নির্বাসনের পাশাপাশি প্রাক্তন ক্লাব মোহনবাগানকে দিতে হবে ১২.৯ কোটি টাকা।
আনোয়ার আলী তো বটেই তবে শাস্তির মুখে পড়তে হচ্ছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকেও। আগামী দুটো রেজিস্ট্রেশন উইন্ডো থেকে কোন নতুন খেলোয়াড় কে নিতে পারবে না ইস্টবেঙ্গল।