সুপার কাপে বাগানের ভরসা ভারতীয় স্কোয়াড, লক্ষ ত্রিমুকুট ?

0

কোলকাতা:- আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ জয় এর ফলেই একেবারে দ্বিমুকূট জয় করেছে মোহনবাগান। একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আইএসএল শেষ করেছে তারা । তবে সেই শিরোপা খচিত মুকুটে মোহনবাগানের দরকার আর একটি মনি, যা হলো সুপার কাপ। আগামী সুপার কাপ জয় করে নেওয়া লক্ষ বাগান খেলোয়ারদের। তবে এবার মাঠে কোচ হিসেবে রয়েছেন বাস্তব রায় এবং দেগী কার্ডেজো। বাস্তব রায় বাগান দলের এক অতিপরিচিত নাম এবং ডেগি কারদেজো ইতিমধ্যেই বাগানের যুব দলকে আরএফডিএলের মতন খেতাব এনে দিয়েছে। ফলত বোঝাই যাচ্ছ একেবারে জোরকদমে অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান।

আগামী ২৬ তারিখ কলিঙ্গের মাটিতে ডেভিড কাটালা এর কেরালার মুখোমুখি হবে এক নতুন সবুজ মেরুন শিবির। মুলত দ্বিতীয় সারির দল নিয়েই সুপার কাপের দলকে সুসজ্জিত করা হয়েছে শুধু বিদেশী হিসেবে যেতে পারেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজ। এবং মূল দলের থেকে দলে রয়েছেন অভিষেক সূর্যবংশী, দীপক টাঙ্গরি থেকে শাহাল – আশিক সকলেই।

আজ অনুশীলনে ব্যস্ত ছিল মোহনবাগান। মূলত কিছুক্ষণ চলে ফিজিক্যাল ট্রেনিং এবং তারপর নিজেদের মধ্যে পাস খেলে বোঝাপড়া বাড়িয়ে নিচ্ছিল বাগান তারকারা। বাস্তব রায়ের তত্বাবধানে বেশ কিছুক্ষণ চলে ম্যানিকুইন ডচ করে ড্রিবলিং এবং শুটিং প্র্যাকটিস। এরপর কিছু সেট পিস অনুশীলনে দেখা যায় বাগান কে।

সুপর কাপের আগে বেশ জোরকদমে অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান ফলত এবার লক্ষ ত্রিমুকুট জয়