কলকাতা:- ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স এ আজ আয়োজিত হয়েছে টি২০ সিরিজ এর প্রথম ম্যাচ মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। একদিকে গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে এবং সূর্য কুমার যাদবের এক নতুন তরুণদের ভারতীয় দল, অপরপক্ষে প্রাক্তন নাইট ব্র্যান্ডন ম্যাকালামের ইংল্যান্ড । গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে আনার পর এই ফরম্যাট থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন দুই বিখ্যাত ভারতীয় তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা কিন্তু আজ ইডেনে ধরা পড়লে এক অন্য চিত্র। বিরাট কোহলি ও রোহিত শর্মার সন্ন্যাস গ্রহণের পরে দলের দায়িত্ব পড়ে সূর্য কুমার যাদবের উপর যথারীতি নতুন দলকে নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হতে আজ ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে তারা।
ভারত বনাম ইংল্যান্ড শুনলেই এক রোমহর্ষক খেলার কথা মনে হয় তবে বর্তমানে ইংল্যান্ডের প্রথম একাদশ বেশ জোড়ালো তার সামনে ভারতের তরুণ তুর্কিরা কতটা করতে পারবে তা নিয়ে প্রশ্ন বরাবর থাকছে! দলে সূর্য কুমার যাদবের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ খেলোয়াড় হার্দিক পান্ডিয়া এছাড়াও রয়েছেন আশাদ্বীপ সিং, মোঃ সামীর মত তারকারা তবু আজ ইডেন গার্ডেন্সে উঠে এলো এক অন্য চিত্র।
ক্রিকেটের নন্দনকানন ঘিরে আজ বিরাট আর রোহিতের ধ্বনি, জার্সি বিক্রি দৌড়ে এগিয়ে রয়েছে এই দুই প্রাক্তন টি-টোয়েন্টি তারকা। একাধারে যেমন রয়েছে বর্তমান দলের বিভিন্ন তারকাদের জার্সি অপরদিকে ইডেন গার্ডেনদের মার্চেন্ডাই জ দোকানগুলিতে রয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অফিসিয়াল জার্সি। এবং সেই দোকান ঘিরেই রীতিমতো উত্তাল সমর্থকরা, বর্তমান দলের বহু খেলোয়াড়ের জার্সি কে নাকোচ করে আজ জার্সি কেনার দৌঁড়ে এগিয়ে গিয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম। ভারতীয় সমর্থকদের রন্ধে রন্ধ্রে রয়ে গেছে এই দুই খেলোয়াড় এবং সেই চিত্রই আজ ফুটে উঠল ইডেন গার্ডেনসের মার্চেন্ডাইজ দোকানগুলিতে।
কুড়ি ওভারের বিশ্বকাপ থেকে সন্ন্যাস নিলেও বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেট এবং ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলছেন, সেই জন্য যেন আরো কিছুটা বাড়তি উন্মাদনা সমর্থকদের মধ্যে। সেই চিত্র আজ স্পষ্ট উঠে এলো ক্রিকেটের নন্দনকাননে।