মেসিহীন আর্জেন্টিনা কে নিয়ে ছেলে খেলা করলো কলম্বিয়া, কোপা আমেরিকার ফাইনালের বদলা নিল রদ্রিগেজ

0

কলকাতা:- ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকার সর্ব শক্তিধর দল। মেট্রোপলিটন এর মাঠে মুখোমুখি মেসিহীন আর্জেন্টিনা, এবং তার বিপক্ষে এক নতুন কলম্বিয়া।

মঙ্গলবার ২-১ গোলে আর্জেন্টিনা কে হারালো কলম্বিয়া, আর্জেন্টিনার এটি পাঁচ বছরে তৃতীয় হার। তবে ম্যাচের শুরু থেকেই অনেকটাই অন্য ছন্দে যেন ফুটবল খেলছিল কলম্বিয়া।

প্রথমার্ধের প্রথম মিনিট থেকেই আর্জেন্টিনার ডিফেন্সকে ব্যাক ফুটে ফেলে দিয়েছিল কলম্বিয়ার আক্রমণ বিভাগ। লিভারপুলের লুইস ডিয়াস থেকে অস্টন ভিলার জন ডুরান, আক্রমণ বিভাগ যেন এক আলাদা গতি নিয়েছিল আজ ডিপলদের বিরুদ্ধে।

তবে ম্যাচের মধ্যে একটি বিতর্ক দানা বেঁধেছিল। রোদ্রিগেজের পাওয়া শেষ মুহূর্তে পেনাল্টি একটি ভারপ্রযুক্তির সাহায্যে নেওয়া সিদ্ধান্ত নিয়ে মূলত বিতর্ক দেখা যায়।

নিকো গঞ্জালেজের করা গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা। তবে তারপরেই বিতর্কের দানা বাধে।
নিকোলাস ওতামেন্দি এর করা একটি ফাউলে পেনাল্টির আবেদন করে কলম্বিয়ার খেলোয়াড়েরা। তবে সেদিকে তেমন কান দেননি রেফারি।

খেলা শুরু হওয়ার ২ মিনিট পরে কলম্বিয়ার খেলোয়ার মুনজের দাবি এর জেরে পেনাল্টি দিয়ে দেন রেফারি যাতে গোল করে কলম্বিয়াকে দুই এক গোলে যেতান হামেজ রদ্রিগেজ।

এই বিতর্কের শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তার ক্ষোভ উগরে দিয়েছেন ।তিনি বলেছেন, ‘আমি কিছু বললেই ওরা বলবে আমরা জানি না কীভাবে হারতে হয়। কলম্বিয়াকে অভিনন্দন। আমরা ভাল ফুটবল খেলেছি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। নিজেদের সেরাটা দিয়েছি। ম্যাচটা জিততেও পারতাম। আমরা হারতে পছন্দ করি না। পেনাল্টিটার পর আমরা আর খেলিইনি। সেটাই আমাকে ভাবিয়েছে। সেটাই আমি দেখেছি।’

স্কালোনি আরও বলেছেন, ‘কলম্বিয়ার দারুণ সব ফুটবলার রয়েছে। ওদের বিরুদ্ধে খেলাটা বেশ কঠিন। আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল কিন্তু সেটা পারিনি। আমরা সব সময় বল তাড়া করতে পছন্দ করি। গোলের আগে শেষ কয়েক মিটার কার্যকরী থাকার চেষ্টা করি। সেটাই পারিনি আজ। আমাদের সেই দিকগুলো শুধরে নিতে হবে।’