প্যারিস: প্যারিস অলিম্পিক্সে ভারতীয় শ্যুটারদের মধ্যে আজ পদক জয়ের আশা জিইয়ে রাখলেন মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে তিনি এদিন ছিলেন দারুণ ছন্দে।যদিও একই ইভেন্টে তাঁর সঙ্গী রিদম সাঙ্গওয়ান যেতে পারলেন না ফাইনালে। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের কোনও শ্যুটারই ফাইনালে জায়গা করতে পারেননি।
মনু যোগ্যতা অর্জন পর্ব থেকে তৃতীয় স্থান অধিকার করে ফাইনালে গেলেন। মাঝেমধ্যে তিনি দ্বিতীয় স্থানেও উঠে আসছিলেন। শীর্ষ স্থানাধিকারী হাঙ্গেরির ভেরোনিকা মেজর ও দ্বিতীয় স্থানে থাকা কোরিয়ার জিন অয়ে ওহ-র ৬ সিরিজের পর স্কোর ৫৮২। ভেরোনিকা দুটি ইনার টেন বেশি মেরে শীর্ষে থাকেন।
মনু ভাকেরের স্কোর ছিল ৫৮০। যদিও তিনি সকলের চেয়ে ইনার টেন বেশি মেরেছেন, সেই সংখ্যা ২৭। ছয় সিরিজে দশটি করে শট নিতে হয়। মনু ভাকেরের ছয় সিরিজের স্কোর ছিল যথাক্রমে ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬, ৯৬। রিদম সাঙ্গওয়ান শেষ করলেন ১৫ নম্বরে থেকে। তাঁর স্কোর যথাক্রমে ৯৭, ৯২, ৯৭, ৯৬, ৯৫, ৯৬।
এই তিনজন ছাড়া যাঁরা ফাইনালে গেলেন তাঁরা হলেন- ভিয়েতনামের ভিন থু তৃণ, কোরিয়ার ইয়েজি কিম, চিনের লি শু, তুরস্কের অলাইদা সেভাল তারহান ও চিনের রাংশিন জিয়াং। তবে প্রথম তিনজন বাদে কারও স্কোরই ৫৮০ ছুঁতে পারেনি। কাল ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে এই ইভেন্টে পদকের লড়াই।