ঘরের মাঠে কেরালার বিরূদ্ধে পরাস্ত সাদা কালো শিবির, এগিয়েও থেকেও দ্বিতীয়ার্ধে গোল হজম করলো চেরনিশবের দল

0

কলকাতা:- ঘরের মাঠে হারের মুখোমুখি সাদা কালো শিবির, রীতিমত যেন ছন্দপতন। আত্মবিশ্বাসে ভরপুর কেরালার সামনে রক্ষন বিভাগের ভঙ্গুরতা দেখা গেলো মহামেডান এর। লড়াই করে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে গোল হজম করতে হয় মহামেডানকে। কেরালার কাছে ২-১ গোলের কষ্টসাধ্য হার মহামেডানের।

 

খেলার একেবারে প্রথম থেকে যেন দুরন্ত শুরু করতে চেয়েছিল সাদাকালো শিবির তবে একফোঁটাও জায়গা ছাড়তে নারাজ কেরালা এর রক্ষন। ফ্রাঙ্ক থেকে গোমেজ সকলের প্রাণপণ চেষ্টার অভিযোগ যেন কেরালার রক্ষনকে বেশ ব্যস্ত রেখেছিল। কেরালার হয়ে যেন দেয়ালের সমান ছিলেন আজ প্রাক্তন বাগান অধিনায়ক প্রীতম কোটাল। গোলের আশেপাশে ঘোরাঘুরি করলেও সুযোগ সন্ধানী হয়ে উঠতে পারছিল না চেরনিসবের দল।

 

তবে অবশেষ চেষ্টার ফল পায়ে মোহামেডান, কেরালার ডিফেন্সের ভুলে পেনাল্টি পায় তারা। সেই পেনাল্টির জেরে এক শূন্য গোলে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং।

তবে তারপরে আরো অনেকগুলো সুযোগ হাতছাড়া করে তারা অপরদিকে দ্বিতীয়ার্ধে যেন কেরালা অন্য ছন্দে খেলা শুরু করে। মোহামেডান কে ব্যাক ফুটে রেখে একের পর এক আক্রমণাত্মক সুযোগ সেখান থেকেই প্রথম গোল আসে কেরালার, প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল মহামেডান। যদিও কেরালার জিমেনেজের শট বারে লেগে ফিরে না এলেও বিপদ বাড়ত। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ফ্রাঙ্কা।

 

৬৭ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে তারা, কেরালার পেপরার গোলে এগিয়ে যায় দক্ষিণের দল। তবে ১ গোল হজমের পর যেন কচ্ছপের মত ধীরগতি সম্পন্ন হয়ে যায় প্রতিপক্ষ রক্ষণ বিভাগ সেই ভুলের মাশুলই গুনতে হয় সাদাকালো শিবির কে। ম্যাচের ৭৬ মিনিটের মাথায় কেরালার খেলোয়াড় জিমেন্জ এর করা গোলে ঘরের মাঠে হারের মুখোমুখি হতে হলো মহামেডানকে।