রোহিত মিস্ত্রি:- কোপার মঞ্চে আধিপত্যের লড়াই, একদিকে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অন্যদিকে আলফান্সো ডেভিসের কানাডা। তবে ম্যাচ মাঠে শুরু হওয়ার আগেই কার্যত উত্তপ্ত হয়ে উঠল আর্জেন্টিনা – কানাডা সংঘর্ষ। আর্জেন্টিনাকে হুশিয়ারি দিলেন কানাডার কোচ । একদিক থেকে লক্ষ করলে দেখতে পাওয়া যাচ্ছে , বেশ সহজ রাস্তা অতিক্রম করতেই সেমি ফাইনালে এসেছে স্ক্যালিনি এর দল । খাতায় কলমে আবারও সহজ প্রতিপক্ষ সামনে, গ্রুপ পর্বের খেলায় কার্যত ২-০ গোলে হারিয়ে দিয়েছিলেন তাদের । কিন্তু এ যেনো অন্য আর্জেন্টিনা, দলের অধিনায়ক লিওনেল মেসির বাম পা যেনো থমকে গেছে । প্রথমে ভালো শুরু করলেও , বিগত খেলায় তেমন প্রভাবিত করেননি লিও। মাএ একটি এ্যাসিস্ট রয়েছে তার কাছে , এমনকি গত ম্যাচে একটি পেনাল্টিও মিস করেন তিনি । ফলত, সেমি ফাইনালের মঞ্চে কি এবার থমকে যাবে নীল সাদা শিবির।
শেষ চারের ম্যাচের আগে মেসিকে আটকে রাখার হুমকি দিলেন কানাডার কোচ জেসে মার্চ।
সেমিযুদ্ধের আগে কানাডা কোচ সাংবাদিক বৈঠকে বলেছেন, ”আমাদের সামনে দারুণ সুযোগ। ইতিবাচক ও আক্রমণাত্মক ফুটবল খেলব।”
কানাডা কোচ আরও বলেন, ”আমরা শুধু ডিফেন্স করব না। আমরা নিজেদের খেলা খেলব। মেসিকে আমরা কড়া প্রহরায় রাখব।” কানাডা কোচ প্রথম ম্যাচের প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন। সেই ম্যাচে মেসিকে স্বাধীন ভাবে খেলতে দেওয়া হয়েছে। কিন্তু শেষ চারের ম্যাচে মেসি সেই স্বাধীনতা পাবেন না। কানাডার কোচ স্বীকার করে নিয়েছেন, ”প্রথম ম্যাচে আমরা মেসিকে বেশি স্বাধীনতা দিয়েছি।”
দলের অধিনায়ক ডেভিস বলেন, ‘আমরা জানি, এই খেলার গুরুত্ব কী। জিতলে ফাইনালে উঠব। না হলে বিদায়। আর্জেন্টিনাও যে নিজের সেরাটা দেবে, সেটা আমরা জানি। তবে আমরাও ছেড়ে দেব না। আগের থেকে এ বার আমাদের তাগিদ অনেক বেশি। লড়াই হবে।’
অর্থ্যাৎ ম্যাচে নামার আগেই কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে কোপার মঞ্চ।