রোহিত মিস্ত্রি:- রেফারি বিতর্ক এবং ফুটবল ম্যাচ যেনো এক ওপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আবারো বিশ্ব ফুটবলের বড় মঞ্চে রেফারির ওপর গাফিলতির অভিযোগ আনছে নেদারল্যান্ড ফুটবল দল। ইউরোর সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ছিল ইংল্যান্ড ও নেদারল্যান্ড। আর সেই ম্যাচ ঘিরেই তৈরি হয় এই ঘটনা। প্রথমে নেদারল্যান্ডের গোলের পর হ্যারি কেন এর একটি শট গিয়ে হাতে লাগে ডামফ্রিসের , সেটিকে নিয়েই বিতর্কের ঝড় বয়ে যায় মাঠে। ফিফার নিয়ম অনুযায়ী গোলবক্সের মধ্যে হাতে বল লাগলে সেটিকে পেনাল্টি ধার্য করা হয়। তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়নি নেদারল্যান্ড। তাদের মতে বলটি স্বভাবত ভাবে ইচ্ছে করে হাতে লাগেনি বরং খেলার প্রাধান্যে এমন অবস্থা । কিন্তূ রেফারির সিদ্ধান্তে অনড় অবস্থান অবশ্যই এগিয়ে দেয় ইংল্যান্ড কে। এছাড়াও আরো বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি ফেলিক্স।
ডাচ অধিনায়ক ডিহিক বলেন, ‘শেষ বাঁশি বাজিয়েই রেফারি টানেলে ঢুকে গেল। এটাই বলে দেয় সব কিছু। আমার আর কিছু বলার নেই। ম্যাচের শেষবেলায় গোল খাওয়া সত্যিই কষ্টের। আমাকে এখানে এসে বলতেই হবে। সেটা আমার কর্তব্য। কিন্তু কী বলব আমি জানি না।’
তবে রেফারির দিকে বেশ কয়েকবার আগেও আঙুল উঠেছে তার স্বভাবের কারণে। বহু ভুল সিদ্ধান্তের পরেও খতিয়ে দেখা হচ্ছে না বিষয়টা। রেফারি জ়য়ারের দিকে আঙুল বেশি করে উঠছে, কারণ তাঁকে নিয়ে বিতর্ক আগেও হয়েছে। ২০০৫ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে নির্বাসিত করা হয়েছিল তাঁকে। আরও এক বার বিতর্কে জড়ালেন তিনি।