কলকাতা:- আগামীকাল নিজেদের এএফসি লিগের দ্বিতীয় পর্বের জন্য তৈরি মোহনবাগান সুপার জায়ান্ট, প্রতিপক্ষ তাজাকিস্থানের দল রাভশান। নিজেদের ঘরের মাঠে নামতে প্রস্তুত মোলিনার বাহিনী। আইএসএল এর প্রথম ম্যাচ নিজেদের মন মতো না গেলেও সেটিকে ভুলে গিয়ে সম্পুর্ণ ভাবনা তাদের পরবর্তী ম্যাচ নিয়ে।
কাল যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের ম্যাচে নামবার আগেই সমর্থকদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন উল্লেখ্য কতজন বিদেশি খেলতে পাবরে এই ম্যাচ। এমনকি কতজন বিদেশি কে হাতেকলমে নিবন্ধিত করবে বাগান কর্তৃপক্ষ সেদিকেও নজর যায়।
চলতি মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এই প্রতিযোগিতা কেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বাগান কর্তৃপক্ষ। এবং সেই ভেবেই মতো এক মাস যাবত নিজেদের টিমকে গুছিয়েছে মোহনবাগান। উল্লেখ্য এশিয়ার সর্ববৃহৎ ফুটবল প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের জন্যই শুধু অস্ট্রেলিয়া লীগের সর্বাধিক গোলদাতা জেমি ম্যাকলারেনকেও দলে টেনেছে মোহনবাগান তবে কার্যত চোটের কারণে এখনো মাঠে নামা হয়নি এই তারকা ফুটবলারের।
বর্তমানে মোহনবাগান দলে পর্তুবিদ তারকার দৌড়াতে মোট সাতজন বিদেশি রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের নতুন নিয়ম অনুসারে যেকোনো দলে মোট সাতজন বিদেশি খেলতে পারবে।। অর্থাৎ acl টু তে প্রথম একাদশে খেলোয়াড় নিবন্ধীকরনের জন্য কোন উৎস না এখন অব্দি দেখা যাচ্ছে না ফলতো কাল ৭ বিদেশি কে নিয়েই মাঠে নামতে পারবে মোহনবাগান।
মোহনবাগান সুপার জায়ান্ট এর ম্যাচটি মূলত টিভিতে সরাসরি আপনারা দেখতে পাবেন স্পোর্টস ১৮ চ্যানেলে এছাড়াও অনলাইনে সুযোগ তো রয়েছেই।
সামাজিক মাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম “ফ্যানকোড”সাবস্ক্রাইবশনের মাধ্যমে আপনারা সরাসরি ম্যাচ দেখতে পারবেন অর্থাৎ এটা দ্বারাই যাক যদি আপনারা মাঠে যেতে সম্ভব না হন তবে বাড়ি বসেই আগামীকালের ম্যাচ এই সমস্ত প্লাটফর্ম গুলিতে দেখানো হবে।