কলকাতা: বর্তমানে দল বদলের বাজারে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। নতুন মরসুম থেকেই নিজেদের মেলে ধরাই অন্যতম লক্ষ্য। তাই ঝড়ের গতিতে নিজেদের ঘর গোছাতে মরিয়া এই প্রধান। সেক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়েছে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিংয়ের দিকে। হিসেব অনুযায়ী আগামী ২০২৫ সাল পর্যন্ত দক্ষিণের এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন জিকসন। কিন্তু নয়া সিজনে তাকে দলে টানতে চাইছে কার্লেস কুয়াদ্রাতের দল। কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর।
এছাড়াও তাঁকে নেওয়ার জন্য আসরে নেমেছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস। বলতে গেলে মাঠের বাইরে ও এবার শুরু হয়েছে দুই প্রধানের লড়াই। তবে সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে মশাল ব্রিগেড। বিশেষ সূত্র মারফত খবর, এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে চার বছরের পার্সোনাল টার্মসে সম্মত হয়েছে ইমামি ম্যানেজমেন্ট। পাশাপাশি ট্রান্সফার ফি নিয়ে ও নাকি আলোচনা চলছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। কথাবার্তা অনেকটাই ইতিবাচক। সব ঠিকঠাক এগোলে জিকসনকে লাল-হলুদ জার্সি দেখা কার্যত সময়ের অপেক্ষা।
যদিও দল বদলের বাজারে কোনও কিছুই অসম্ভব নয়। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে অনেকটাই এগিয়ে ইমামি ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে জুলাইয়ে শেষের দিকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে দেখা যেতে পারে জাতীয় দলের এই ফুটবলারকে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।