আনোয়ার কান্ডে নতুন জট, মোহনবাগানের সাথে লোন বাতিল, চিঠি আনোয়ারের

0

কোলকাতা:- ফুটবলের মঞ্চে যেনো চলচ্চিত্রের ছায়া। ভারতীয় ফুটবল ইতিহাসের একটি যুগান্তকারী ট্রান্সফার হতে চলেছে এটি। আনোয়ার আলী কে নিয়ে দলবদরের বাজার যেন প্রতি মুহূর্তে নিজের রং পাল্টাচ্ছে। ভারতীয় ফুটবল মহলে আইএসএল শেষ হবার পর আসন্ন ডুরান্ড এবং পরবর্তী মৌসুমের আইএসএলকে মাথায় রেখে দল বোঝাতে তৎপর ইস্ট বেঙ্গল ও মোহনবাগান। ডুরান্ড কাপ এবং আইএসএলকে যেমন লক্ষ্য রেখেছে তারা তাদের আরেকটি লক্ষ্য আগস্ট মাসে আয়োজিত হওয়া এফসি। তাই বর্তমান মরশুমের পরবর্তী তিনটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাকে সামনে রেখেই দল বোঝাতে নিজেদের গাড়ির গতি বাড়িয়েছে দুই প্রধান।

তার মাঝেই ১০ জুলাই থেকে আনোয়ার আলীকে নিয়ে শুরু হয়েছে এই দুই প্রধানের মধ্যে একটি লড়াই। সূত্র মারফত জানা যাচ্ছে ইস্টবেঙ্গল এ ৫ বছরের জন্য সই করেছেন মোহনবাগান ডিফেন্ডার আনোয়ার আলী এবং কার্যত তা আমরা আমাদের তরফ থেকে আপনাদের জানিয়েছি। পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগান থেকে আসবার পর বহু জল্পনার শিকার প্রাক্তন বাগান ডিফেন্ডার। এখন আবার নতুন জট তার ট্রান্সফারের।

এখন জানা যাচ্ছে, ফেডারেশন কে চিঠি দিয়েছে আনোয়ার আলী। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোহনবাগানের সঙ্গে তার লোনের চুক্তি বাতিল হয়ে গিয়েছে। কলকাতা লিগের রেজিস্ট্রেশন নিয়েও কপালে ভাঁজ সবুজবে রঙ সুবিরের কারণ যতক্ষণ না আইএফএ নিশ্চিত হচ্ছে যে আনোয়ার প্রকৃত কোন দলের হয়ে ফুটবল খেলবেন ততক্ষণ আনোয়ারের রেজিস্ট্রেশন কার্যত বিরতিতে থাকবে।

এর মাঝে যেন কোথাও নতুন চাল খেলেছে মোহনবাগান জানা যাচ্ছে ১৯ শে জুলাই মোহনবাগানে অনুশীলনে হাজিরা দিতে হবে আনোয়ারকে । সামনেই কলকাতা ফুটবল লিগ এবং সঙ্গে ২৭ জুলাই থেকেও শুরু হচ্ছে ডুরান্ড কাপ সেই মৌসুমে আনোয়ারকে কোন জার্সিতে দেখা যাবে সেই নিয়ে একটা প্রশ্ন এখনো থেকে যাচ্ছে।