কলকাতাঃ– আগামীকাল যুবভারতীতে ঐতিহ্য এর লড়াইয়ে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। জামশেদপুর এর ঘরের মাঠে কঠিন হার এর বদলা নিতে মরিয়া সবুজ মেরুন শিবির। তবে তার আগেও বাগান সমর্থকদের জন্য কালকের ম্যাচে প্রতিশোধের লড়াইয়ে নামবে জিমি – কামিন্সরা। ইস্পাতনগরে আক্রান্ত হয়েছিলেন রিপন মণ্ডল এবং তার জেরেই রীতিমত উত্তাল সামাজিক মাধ্যম। বছর ২৫ এর মহুনবাগান সমর্থক এই রিপন মণ্ডল। বাড়ি বনগাঁ এর এক প্রত্যন্ত্য অঞ্ছলে। একেবারে আদ্যপান্ত্য বাগান সমর্থক এই রিপন। জামশেদপুরে সেমি ফিনালের প্রথম লেগের ম্যাচে পুলিশ এর আক্রমনের শিকার হয়েছিল তারা এবং তার পর রক্তাত অবস্থায় হাস্পাতলে নিয়ে যাওয়া হয় তাকে। মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত পর্যন্ত সেদিন রাত পর্যন্ত ছিলেন রিপনের সাথে হাসপাতালে।
পরবর্তীতে দেবাসিশ দত্ত জানান যে এফ এস ডি এল এর কাছে নালিশ জমা দেবেন তিনি। আজ আবারও মানবিকতার চিত্র ম্যাচ এর আগের দিন, সেই রিপন মণ্ডল সহ সমস্ত আক্রান্ত সমর্থকদের আজকে সাংবাদিক সম্মেলনে গোলাপ ফুল এবং কালকের ম্যাচের ভি আই পি টিকিট দিয়ে সম্বর্ধনা জানালেন কোচ হোসে মলিনা। এছাড়াও দিমি পেট্রাটোস সহ একাংশ তারকারা সমর্থকদের উদ্দ্যেশ্যে বার্তা দিয়েছেন ধৈর্য ধরবার। আজকেও সমর্থকদের শান্তিপূর্ণ অবস্থানের আরজি জানিয়েছেন কোচ হসে মলিনা। আগামীকালের ম্যাচে ১ গোলে পিছিয়ে থেকেই শুরু করবে সাহাল – লিস্টনরা । অপরদিকে খালিদ জামিলের তুরুপের তাস স্তেফেন এজে এবং আশুতোষ মেহতাকেও চোখে হারাচ্ছে ইস্পাতনগর।
আগামীকালের ম্যাচে মানভির এবং আপুইয়া এর উপস্থিতি নিয়েও চিন্তায় ছিলেন বাগান সমর্থকেরা। কোচ হসে মলিনা জানিয়েছেন আগামীকালের জন্য তাদেরকে সুস্থ করবার সম্পূর্ণ চেষ্টা করছেন তারা। কালকের ম্যাচে রিপনের জন্যই মাঠে নামবে শুভাশিস – আশীষরা ।