তবে এই মরশুমের ইউরোই কি রোনাল্ডোর শেষ বড়ো কোনো টুর্নামেন্ট ? আসুন জেনে নি

0

স্লোভানিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিস করার পর রোনাল্ডো নিজেই বলেছিলেন, “এটাই আমার শেষ উইরো।” সেই কথারই পুনরাবৃত্তি করলেন স্যর অ্যালেক্স ফার্গুসন। রাখঢাক না রেখেই বলে দিলেন, এটাই ক্রিশ্চিয়ানোর শেষ বড় প্রতিযোগিতা।

স্লোভানিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে একেবারে শেষ মুহূর্তে রোনাল্ডোর পেনাল্টি থেকে নেওয়া শট সেভ করেন জান ওবলাক। এর জন্য রোনাল্ডোকে হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায়। এই মুহূর্তে তাঁর বয়স ৩৯। পরবর্তী বিশ্বকাপের সময় রোনাল্ডোর বয়স হবে ৪১ বছর। স্বাভাবিকভাবে ফার্গুসন মনে করছেন এই বয়সে তিনি আর বিশ্বকাপ খেলার মত জায়গায় থাকবেন না। ফার্গুসন বলেন, “আমার মনে হয় না তখন আর ও বিশ্বকাপ খেলার জায়গায় থাকবে।

আগামী কয়েক বছরের মধ্যে ফুটবল আরও গতিময় হয়ে উঠবে। বিশেষ

করে সেন্ট্রাল স্ট্রাইকারদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। এই পর্যায়ে তরুণ ডিফেন্ডারের সামনে খুব কঠিন কাজ হবে তুলনায় বয়সে বড় স্ট্রাইকারদের।”

তবে রোনাল্ডোর কৃতিত্ব অস্বীকার করার নয় বলেও মত ফার্গুসনের। তিনি বলেন, “সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম রোনাল্ডো। ওর ফুটবল কেরিয়ারও যথেষ্টই ঈর্ষণীয়।” স্লোভানিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিস করার পরই হতাশায়ে ডুবে গিয়েছিলেন রোনাল্ডো। দেশের জার্সি গায়ে ১১টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নেমেছেন তিনি। তবে এটাই যে তাঁর শেষ ইউরো হচ্ছে তা জানানোর পরই রোনাল্ডো বলছেন, অবসরের পর ফুটবল ছেড়ে যাবেন না পুরোপুরিভাবে। এবার ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সামনে ফ্রান্স। সেই ম্যাচে নিজেকে উজার করে দিতে মরিয়া রোনাল্ডো।