মুম্বাইতে আসবেন এই গ্ৰীক ফরোয়ার্ড ? জানুন 

0

গতবছর অল্পের জন্য আইএসএল শিল্ড হাতছাড়া হয়েছিল মুম্বাই সিটি এফসির। যা নিয়ে হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে মোহনবাগান দলকে টুর্নামেন্টের ফাইনালে হারিয়ে বদলা নিয়েছিল পিটার ক্র্যাটকির ছেলেরা। কিন্তু শিল্ড হাতছাড়া হওয়ার ফলে এবার এএফসির টুর্নামেন্টে অংশ গ্ৰহন করতে পারবে না রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। সেই সমস্ত কিছু ভুলে নতুন মরশুমে সাফল্য পাওয়াই একমাত্র লক্ষ্য মুম্বাই সিটির। তাই গত মরশুম শেষে নিজেদের দলের অধিকাংশ ফুটবলারদের রিলিজ করে দেয় ক্লাব।

তার পরিবর্তে একাধিক দাপুটে ফুটবলারদের দিকে নজর রাখতে শুরু করে সিটি ম্যানেজমেন্ট। যার মধ্যে এবার উঠে আসতে শুরু করেছে গ্ৰীক ফুটবলার নিকোলাওস ক্যারেলিসের নাম। শেষ মরশুমে গ্ৰীসের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব প্যানেটোলিকোস এগ্রিনিওর সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। মূলত সেন্টার-ফরোয়ার্ড হিসেবে পরিচিত হলেও লেফট উইঙ্গার হিসেবে ও যথেষ্ট দক্ষ নিকোলাওস। গত মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে গ্ৰীসের ফুটবল ক্লাবের। এখনো পর্যন্ত তাকে নিয়ে সেভাবে আগ্ৰহ প্রকাশ করেনি প্রথম ডিভিশনের সেই ক্লাব।

এবার তাকে নিতেই আসরে নেমেছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। যতদূর খবর, তার সাথে কথাবার্তা ও নাকি অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে এই ফুটবল ক্লাব। সব ঠিকঠাক এগোলে নয়া সিজনে মুম্বাই সিটির জার্সিতে দেখা যেতে পারে এই ফরোয়ার্ডকে। কিছুদিন আগেই স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার জন টোরালকে সাইন করিয়েছে মুম্বাই। আগত দুইটি ফুটবল মরশুমের জন্য তাঁর সাথে চুক্তি সম্পন্ন করেছে আইএসএল জয়ী এই ক্লাব। নতুন আইএসএল মরশুমে আদৌও কতটা সফল হন এই তারকা এখন সেটাই দেখার বিষয়।