কলকাতা : আইপিএলের মেগা নিলামকে আকর্ষণীয় করে তুলেছেন তিন তারকা ঋষভ পন্থ, কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার। এবার তাতে সামিল হলেন থমাস জ্যাক ড্রাকা। একেবারে আনকোরা নাম। কেউ কোনওদিন হয়তো শোনেননি। কিন্তু হঠাৎই মেগা নিলামের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন এই অনামী ইতালিয়ান। আইপিএলের সঙ্গে আজুরিদের কোনও সম্পর্ক নেই। ফুটবল প্রধান দেশের কেউ কোটিপতি লিগের নিলামে অংশ নেবে বোধহয় ভাবাও যায়নি। তবে কয়েকদিন আগে থেকে একটা আভাস পাওয়া যাচ্ছিল। শোনা গিয়েছিল, প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নস, যিনি সম্প্রতি ইতালিতে বসবাস করেন, তিনি নিলামে অংশ নিতে পারেন। কিন্তু রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর জানা গিয়েছে, বার্নস নয়, নিলামে নাম নথিভুক্ত করান ২৪ বছরের ইতালিয়ান পেসার। কে এই থমাস জ্যাক ড্রাকা?
তিনি ডান হাতি মিডিয়াম পেসার। মেগা নিলামের তালিকায় কানাডার হর্ষ ঠাকেরের আগে ৩২৫তম স্লটে রাখা হয়েছে ড্রাকাকে। চলতি বছরের ৯ জুন ইতালির হয়ে লুক্সেমবার্গের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় তরুণ পেসারের। এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলেছেন। সংগ্রহ আট উইকেট। আইপিএলের নিলামে এই প্রথম নাম নথিভুক্ত করালেও, আইএলটি ২০ তে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্রাঞ্চাইজি এমআই এমিরেটস দলের সদস্য ছিলেন ড্রাকা। কানাডা টি-২০ লিগেও ব্রাম্পটন উলভসের হয়ে খেলেছেন। এবার ভারতের কোটিপতি লিগে নাম লেখালেন। ইতালি ফুটবল পাগল দেশ হলেও, ধীরে ধীরে ক্রিকেটে আগ্রহ বাড়ছে। আইসিসি অনুমোদিত বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে শুরু করেছে ইতালি। আইপিএলের নিলামে ড্রাকার নাম নথিভুক্ত করা তারই একটা ছোট উদাহরণ। প্রসঙ্গত, ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় মেগা নিলাম অনুষ্ঠিত হবে। মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছে। তারমধ্যে রয়েছে ১১৬৫ জন ভারতীয় ক্রিকেটার, এবং ৪০৯ জন বিদেশি। তালিকায় ৩২০ জন ক্যাপড প্লেয়ার আছে। আনক্যাপড প্লেয়ারের সংখ্যা ১২২৪। ৩০ জন প্লেয়ার অ্যাসোসিয়েট দেশ থেকে অংশ নেবে।