ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট, পার্থ: নিউজিল্যান্ড সিরিজ এর পরে ভারতীয় ব্যাটিং লাইন আপ কে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিলো বিশেষজ্ঞ মহলে। সেই সমস্ত কটাক্ষের জবাব লোকেশ রাহুল আর যশস্বী যেনো আজকের ব্যাটিং পারফরম্যান্স দিয়েই দিয়ে দিল। প্রথম ইনিংসে হতাশা জনক পারফরমেন্সের এর কারণে সবাই ভারতের দিকে আঙ্গুল তুলেছিল মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় বিরাট দের ইনিংস। তবে বুমরাহ , সিরাজ, হর্ষিত রানার বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি অজিরা, জবাবে ১০৪ রানেই সমস্ত অস্ট্রেলিয়ান টিম ডাগ আউটে ফিরে যায়। অথচ দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে ভারত তোলে ১৭২ রান। ২১৮ রানের লিড নিয়ে গম্ভীর বাহিনী এখন চালকের আসনে বিরাজমান।
Stat Alert 🚨
Since 2004, this is the first time that #TeamIndia openers have put up a 100-run stand in Australia.
Keep going, Yashasvi🤝Rahul.#AUSvIND | @ybj_19 | @klrahul pic.twitter.com/EXrPrUeskZ
— BCCI (@BCCI) November 23, 2024
প্রথম ইনিংসে ভারত ব্যাটিং এ ব্যর্থ হলেও বুঝিয়ে দেয় লড়াই এখনোও শেষ হয়নি। বুমরাহর নেতৃত্বে ভারতীয় পেস বোলিং বিভাগ অজিদের ঘুরে দাঁড়াতে দেয়নি একপ্রকার ঘরের মাঠেই নাজেহাল করে ছেড়েছে তা বলার অপেক্ষা রাখেনা। প্রথমে দিনের শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে তোলে ৬৭ রান। আশা করা হয়েছিল ১০০ রানের ভিতরেই অজিদের বেঁধে ফেলতে সক্ষম হবে বুমরাহ বাহিনী।
হলোও ঠিক তেমনটাই, তবে স্টার্ক এর উপর ভর করে শেষ উইকেট জুটিতে লড়াই চালায় অস্ট্রেলিয়া। শেষ উইকেট জুটিতে ২৫ রান তোলে অস্ট্রেলিয়া। ৪৬ রানের লিড নিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। যশস্বী-রাহুল ওপেনিং নামে ভারতের হয়ে। চিন্তার ছাপ ছিল ইন্ডিয়ান ক্রিকেট প্রেমীদের কপালে ।কারন তেমন ভাবে আগের টেস্ট গুলিতে ভারতের ওপেনিং জুটি গাটছাড়া বাঁধতে পারেনি। কিন্তু প্রথম থেকেই পজিটিভ এপ্রোচ নিয়ে খেলতে শুরু করেছিল রাহুল ও যশস্বী ফলস্বরূপ দ্বিতীয় ইনিংসে শুরুটা বেশ জোরদার হয়েছে ভারতের।
সমস্ত সমালোচনা ও প্রেসার কে ভালো ভাবেই সামাল দিয়েছেন এই দুই ওপেনার। অজিদের পেস আক্রমন, নতুন বলের সুইং সামালোনোর পাশাপাশি দ্রুত গতিতে রান করতে থাকে ভারতীয় ওপেনিং জুটি।যশস্বী ব্যাট করছেন ৯০ রানে রাহুল করেছেন ৬২। দুই ব্যাটসম্যান কে দেখে মনে হচ্ছিল ভালো ভাবেই প্রস্তুতি নিয়ে নেমেছেন ২২ গজে। দিন শেষে ১৭২ রানে ইনিংস গিয়ে থামলো কোনো উইকেট না হারিয়ে।
প্রথম দিনের মতো আজকেও অজি শিবির এর কাছে কোনো জবাব ছিলনা ইন্ডিয়ান বোলিং এর বিরুদ্ধে। ৭৯ রানেই ৯ উইকেট হারিয়ে এক প্রকার আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া। স্টার্ক ও হ্যাজেলউডের জুটিতে ১০৪ রানেই গুটিয়ে যায় প্যাট কামিংসের অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সর্বনিম্ন স্কোর গুলির মধ্যে আজকের টি অন্যতম। অধিনায়ক বুমরাহ পেয়েছেন ৫ উইকেট, অভিষেক ম্যাচেই হর্ষিত রানা ৩ উইকেট নিয়ে সবার নজর কেড়েছেন। ২ টি উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ। এখন সবার পাখির চোখ তৃতীয় দিনে ভারত এই লিড কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে।