ISL 2024-25: অনুপস্থিত হেক্টর! আগামীকাল লাল হলুদ রক্ষণের ভরসা আনোয়ার ও জিকশন?

0

কলকাতা:- আই এস এল এর মঞ্চে পরপর ছটি ম্যাচে ছটি হার এখনো পথ চলা অনেক বাকি তবে এখনই হাল ছাড়তে নারাজ লাল হলুদ সমর্থকরা । তাদের লক্ষ্য প্লেওফ পৌঁছানো এবং সেখানে পৌঁছানোর জন্য পর পর দশটি ম্যাচ জয়ের লক্ষ ইস্টবেঙ্গলের নতুন কোচের মাঝপথে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি তারপরেই হলো কোচ বদল ময়দানের প্রফেসর পাল্টে প্রাক্তন বসুন্ধরা কিংসের কোচকে দলে ভেড়ালো ইস্ট বেঙ্গল।

কোচ বদলের পর যেন খানিকটা হলেও অক্সিজেন পেল লাল হলুদ শিবির। কোচ অস্কারের তত্ত্বাবধানে এশিয়ার মঞ্চে পরপর তিনটি ম্যাচ জয় করে কোয়ার্টার ফাইনালের পথে ইস্টবেঙ্গল কিন্তু চিন্তা দেশীয় লিগ নিয়ে। তবে হাল ছাড়তে নারাজ ইস্ট বেঙ্গলের সমর্থক সহ খেলোয়াড়েরা। দলে যেন এক অন্য আত্মবিশ্বাস ও দায়বদ্ধতার নজির পাওয়া যাচ্ছে ব্যস্ত অনুশীলনকে মাথায় রেখে।


তবে দলে হতে পারে একাধিক বদল রক্ষণ বিভাগে তবে কি আনোয়ারের সঙ্গে খেলতে দেখা যাবে কেরালার প্রাক্তনী জিক্সান কে। গতকাল অনুশীলনে ফুটে এলো এই দৃশ্য অনুশীলন ম্যাচে ডিফেন্ডার হিসেবে খেলছিলেন জিকসন সিং এমনকি চুংনুঙ্গাকে বরং লেফট ব্যাক হিসেবে কাল মাঠে দেখা যেতে পারে। তবে রাইট ব্যাগ নিয়ে প্রশ্ন উঠছে এখনো মিশু কুমারের চোর থেকে ফিরবার পর কাল কি তাকেই শুরু করা হবে নাকি ভরসা করা হবে মোহাম্মদ রাকিবকে সেটিও কিন্তু খতিয়ানযোগ্য।

তবে এর মধ্যেই নানান জনের নানান মত ইস্টবেঙ্গল তাবু থেকে ভেসে আসছে সূত্র। সূত্র মারফত খবর কর্তৃপক্ষ হিজাজীর খেলায় খুশি নন তাই নতুন বিদেশী ডিফেন্ডার কে আনবার কথাই ভাবছে তারা এমনকি লাল হলুদের ইঙ্গিত নাকি সেরকমই।