লিখিত প্রমাণ চায় পাক ক্রিকেট বোর্ড! চ্যাম্পিয়ন ট্রফিও কি হতে চলেছে হাইব্রিড মডেলে?

0

কলকাতা,16 জুলাই:২০২৫ এ চ্যাম্পিয়ন ট্রফি পূনরায় অনুষ্ঠিত হতে চলেছে দীর্ঘ ৭ বছর পরে। ২০১৭ সালে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল, সেই বারের চ্যাম্পিয়ন ছিল পাকিস্তান। এরপর আইসিসি জানায় যে একই ফরম্যাটের একটি মাত্র টুর্নামেন্টে তারা করতে চায় এই জন্য চ্যাম্পিয়ান্স ট্রফি টি বন্ধ করে দেয়া হয়। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে, তাই আবার প্রশ্ন উঠছে হয়তো এশিয়া কাপের মতো ভারত হাইব্রিড মডেল এ খেলবে পাকিস্তান যাবে না।

সেই জন্যে পিসিবি বিসিসিআই এর কাছে লিখিত কারণে জানতে চেয়েছে ভারত কেনো আসবে না চ্যাম্পিয়নস ট্রফি খেলতে । নিরাপত্তার কারণে দেখিয়ে ভারতীয় বোর্ড দল কে পাঠাচ্ছে না তার ই লিখিত প্রমান চাইলো পাক ক্রিকেট বোর্ড। আসন্ন আইসিসির বৈঠকে এই দাবি তোলা হবে PCB এর পক্ষ থেকে। BCCI দুটো ভেন্যুর নাম সুপারিশ করেছে ICC র কাছে । পাকিস্তান বোর্ড সহ প্রাক্তন পাকিস্তান ক্রিকেটাররা নিজেদের মতামত রাখছেন এই বিষয়ে। তীব্র নিন্দা জানাচ্ছেন তারা ভারতের না আসার কারণে। এর আগে ওয়ার্ল্ড কাপ বয়কটের ডাক দিয়েছিল PCB এবারে লিখিত প্রমাণ চাইল তারা।

সামনের বছরের শুরুর দিকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরাপত্তার কারণ দেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এ সমস্ত ম্যাচ রাখা হয়েছে ভারতের। ভেন্যু গুলোর সংস্কার কার্য চালু হয়েছে ইতিমধ্যে। এমন তো অবস্থায় ভারতের পুনরায় হাইব্রিড মডেলের খেলার ইচ্ছা প্রকাশ করায় মাথায় হাত পাক ক্রিকেট বোর্ডের।

ভারত সরকারের লিখিত চিঠি চেয়েছে PCB , যেখানে রোহিত , কোহলি , হার্দিক রা যে নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে আসবে না সেটা লেখা থাকবে। এক সংবাদ সংস্থাকে PCB কর্তা জানান, নিরাপত্তার কারণ দেখিয়ে তারা না পাঠায় ভারতকে সেটা লিখিত আকারে জানাক, এটা বাধ্যতামূলক যে BCCI চিঠি দিক ICC কে। আমরা চাই BCCI নিজের পরিকল্পনা ICC কে জানাক। ট্রাভেল প্ল্যান টুর্নামেন্ট শুরুর পাঁচ থেকে ছয় মাস আগে না জানালে আমাদের পক্ষে সেটা সমস্যা সৃষ্টি করবে। ১৯শে জুলাই কলম্বোতে আইসিসির বার্ষিক বৈঠক আছে। ধারণ করা হচ্ছে সেখানে আলোচনা করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল এ হবে তা নিয়ে। সূত্রের খবর, ICC চাইছে ভারতের ম্যাচগুলো দুবাই তে অনুষ্ঠিত হোক। এর আগেও দুবাই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল যেখানে ICC সাফল্য পেয়েছিল। যেহেতু এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করে সাফল্য এসেছে তাই চ্যাম্পিয়ন্স ট্রফিটিও হাইব্রিড মডেল এ আয়োজন করতে ICC ইচ্ছা প্রকাশ করেছে এর জন্য বাড়তি অর্থ ব্যয় করতেও প্রস্তুত ICC।

এখন সবার নজর কলম্বোতে ICC বার্ষিক বৈঠকের উপরে। শেষ সিদ্ধান্ত কী নেয় ক্রিকেটে র সর্বোচ্চ সংস্থা সেদিকে সবাই তাকিয়ে।