কলকাতা:- কোচ হোসে মলিনার তত্ত্বাবধানে এবার লিগ শিল্ড জয় থেকে বেশি দূরত্বে নেই মোহনবাগান। আইএসএলের টেবিলে শীর্ষে অবস্থান করছে সবুজ মেরুন ব্রিগেড, তাদের অন্যতম শক্তি রিসার্ভ বেঞ্চ। চলতি মৌসুমে দারুন ছন্দে রয়েছে তারা। তবে এর মধ্যে এক নতুন তারকাকে চোখে ধরেছে কোচ মলিনার। পরবর্তী বছরের জন্যই এই তরুণ ফুটবলারকে সই করাতে ইচ্ছুক মোহনবাগান ।
ফুটবলের পরিকল্পনা এবং ট্যাকটিক্স ছাড়াও দলের রিজার্ভ বেঞ্চ অন্যতম গুরুত্বপূর্ণ। মাঠে থাকা এগারো জন ছাড়াও সাবস্টিটিউড খেলোয়াড়দের মূল্য বর্তমান দিনে বেশ এবং সে দিক থেকেই ধারে বারে অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান।
দলের এমন অনবদ্য পারফরম্যান্সের দরুন শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে যে খুব একটা বদল আসবে না সেটা প্রায় নিশ্চিত। তবে যতদূর খবর, এখন থেকেই নাকি পরবর্তী মরসুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে মোহনবাগান। এই বছর কোন খেলোয়াড়কে সই করাবে না মোহনবাগান তবে আসন্ন গ্রীষ্মকালীন ট্রানস্ফার উইন্ডোতে পাঞ্জাবের এক তরুণের উপর নজর রেখেছে মলিনা।
প্রমবীর সিং, বর্তমানে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে যুক্ত রয়েছেন বছর সতেরোর এই ফুটবলার। আগামী বছরের মে মাস পর্যন্তই চুক্তিবদ্ধ রয়েছেন তিনি তবে সবকিছু ঠিক থাকলে সবুজ মেরুন শিবিরেই যোগ দিতে চলেছেন বছর সতেরোর এই তরুণ খেলোয়াড়।
তবে এখনই তাঁকে নিয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না আইএসএল জয়ী এই ফুটবল দল।