ISL 2024-25: হারের হ্যাটট্রিক এড়াতে চায় মহামেডান, বিপক্ষে হায়দ্রাবাদ! আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে চার্নিশভ এর দল?

0

কলকাতা:- আইএসএল ইতিহাসে প্রথমবারের জন্য খেলতে নেমেছে মহামেডান স্পোর্টিং। আগের বছর আই লীগের শিরোপা জয়ের পর আইএসএল এ পদার্পণ। শুরুটা মন্দ হয়নি কোলকাতার প্রধানের তবে অভিজ্ঞতার অভাবে আবারও কোথাও যেনো হারিয়ে গিয়েছে তারা সঙ্গে মাথাব্যথা আইনি জটিলতা। পূর্ববর্তী ম্যাচকে ঘিরে কার্যত রণক্ষেত্র কিশোর ভারতী স্টেডিয়াম, কেরালা ব্লাস্টার্স এবং সাদাকালো ব্রিগেডের সমর্থকদের মধ্যে বিবাদের জেরে মোটা অংকের জরিমানা গুনতে হয়েছে তাদের।

তবে এই সবকিছু ভুলিয়ে ঘুরে দাঁড়াতে পারবে মহামেডান? বিপক্ষে হায়দ্রাবাদ এফসি যারা লীগ টেবিলের নিরিখে রয়েছে ঠিক মোহামেডানের নিচে।

সাদা কালো শিবির রীতিমত সমস্ত ম্যাচেই লড়াকু ফুটবল খেললেও মাথাব্যথার কারণ রক্ষণভাগ। শেষ মুহূর্তে এসে যেন তরী ডুবে যাচ্ছে তাদের, কার্যত মুদ্রাদোষে পরিণত হয়েছে।


কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে পরাস্ত হওয়ার পরেও গত ম্যাচে কেরালার বিরুদ্ধে দুর্দান্ত লড়াকু ফুটবল খেলেছে মোহামেডান স্পোর্টিং। কিন্তু ফল আশাপ্রদ যাচ্ছে না ।
আগামীকাল শনিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ হায়দ্রাবাদ যাদেরও পারফরম্যান্স এই মুহূর্তে ততটা ভালো নয় তাই আশাবাদী মোহামেডান কোচ।

আইএসএলের মঞ্চে এখন অব্দি ঠিক পাঁচটি ম্যাচ খেলেছে মহামেডান যার মধ্যে একটি জয় ও একটি ড্র রয়েছে বাকি সমস্ত ম্যাচেই পরাস্ত হতে হয়েছে সাদা কালো শিবির কে । তবে গত ম্যাচের দুর্দান্ত ফুটবল খেলার পর থেকেই হায়দ্রাবাদের বিরুদ্ধে কিছুটা হলেও এগিয়ে রয়েছে মহামেডান।

তবে কলকাতা এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাব ও বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলন করতে পারেনি তারা তবুও ম্যাচ কে ঘিরে আশাবাদী কোচ।