কলকাতা:- আইএসএল ইতিহাসে প্রথমবারের জন্য খেলতে নেমেছে মহামেডান স্পোর্টিং। আগের বছর আই লীগের শিরোপা জয়ের পর আইএসএল এ পদার্পণ। তবে এখনও অবধি জয়ের মুখ দেখলিনা তারা।
প্রথম ম্যাচে ডুরান্ড চ্যাম্পিয়ন্স দের কাছে হারের মুখোমুখি হতে হয় তাদের। আজ ঘরের মাঠে মানলো মার্কেজের গোয়া এর বিরুদ্ধে নেমেছিল সাদা কালো শিবির। তবে শেষ রক্ষা হলনা, ইনজুরি টাইমে গোল হজম করতে হলো তাদের। প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলে ১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল তারা ।
খেলার প্রথমেই নিজেদের সমর্থকদের সামনে যেন আজ অন্য ছন্দে দেখা গেলো মহামেডানকে। দুরন্ত পাসিং থেকে রক্ষন বিভাগীয় স্বতন্ত্রতা সবদিকেই চিলের নজর। মাঝ মাঠেও বল দখলের ক্ষেত্রে বেশ এগিয়ে ছিল তারা। প্রথমার্ধে ০-০ থাকলেও ঘরের মাঠে সমর্থকদের গোল উপহার দেয় মহামেডান।
৬৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় মহামেডান এবং সেটির সম্পুর্ণ লাভ নেয় তারা, আইএসএল ইতিহাসে অভিষেক গোল করলেন গোমেজ। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দখল ছিল সাদা কালো শিবিরের তবে ফের ঘটে অঘটন। গোয়ার খেলোয়াড় আরমান্দ সাদিকু এর করা গোলে সমতা ফেরায় এফসি গোয়া।
ফলত এখনো অভিষেক জয়ের স্বপ্ন অব্যাহত মহামেডানের।