চোট সেরে বিশেষ অনুশীলনে মাঠে ফিরতে ব্যস্ত জেমি ম্যাকলারেন ও রদ্রিগেজ, জোসেফ মলিনার কপাল থেকে কাটলো চিন্তার ভাঁজ

0

কলকাতা – মোহনবাগান শিবির ইতিমধ্যেই একটা টুর্নামেন্ট খেলে ফেললও চোটের জন্য এখনো পর্যন্ত একটা ম্যাচ নামতে পারেনি জেমি ম্যাক্লারিন। ডুরান্ডেড ফাইনালে চোটের কবলে পড়তে হলো সবুজ মেরুন ডিফেন্ডার রদ্রীগেজকেও। দল প্রতিটা ম্যাচে ভালো খেললেও ফাইনাল জিতে ওঠা হয়নি তাদের।

 

এই সমস্ত কারণেই সমস্ত চোট কাটিয়ে আই এস এল এর প্রথম ম্যাচ থেকেই মাঠে থাকার জন্য মরিয়া এই অস্ট্রেলিয়ান তারকা।

 

শনিবার সকালে মোহনবাগান দলের অনুশীলনের নাবার প্রায় আধঘন্টা আগেই নিজেই অনুশীলনে নেমে গেলেন জিমি ম্যাক্লারিন। একা অনুশীলন করলেন বেশ কিছুক্ষণ এরপর দলের সঙ্গে অনুশীলন করলেন মিনিট দশেক তারপর রিহ্যাব করেন বাকি সময়। অপরদিকে মোহনবাগান শিবির কে ঘন্টা দুয়েক অনুশীলন করালেন তাদের কোচ জোসেফ মলিনা।

 

এই সমস্ত টানাপোড়নের মধ্যেও একটি আসার খবর ডুরান্ড ফাইনালে নর্থ ইস্টার বিপক্ষে চোট পাওয়া মোহনবাগানের বিদেশী তারকা রড্রিগেজ অনুশীলনে নেমে পড়েছেন। এর ফলে কিছুটা চিন্তা কাটছে জোসেফ মলিনার। ডুরান্ড ফাইনালের নর্থইস্ট এর বিপক্ষে গুরুতর চোট পান মোহনবাগান ডিফেন্ডার। আই এসএল প্রথম ম্যাচ তো দূরের কথা বেশ কিছু ম্যাচে তাকে পাওয়া যাবে না বলেই মনে করেন মোহনবাগান শিবির, কিন্তু বর্তমানে তার অনুশীলনে নামাতে অনেকটা শান্তি দেয় মোহনবাগান কর্মকর্তাদের কারণ তারা তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে গত মরশুমের জয়ী দল মুম্বাইয়ের সিটির বিরুদ্ধে।

 

অপরদিকে ঘরোয়া লিগে রবিবার পুলিশের বিরুদ্ধে নেমে পরাজিত হতে হলো সবুজ মেরুন শিবির কে। সুপার সিক্স এ ওঠার আসা আগেই শেষ হয়ে গিয়েছিলো লড়াইটা ছিল শেষ রক্ষার।