জিম্বাবোয়ে সফরে নয়, টিম ইন্ডিয়ায় কবে যুক্ত হচ্ছেন নতুন দ্রোণাচার্য? জানালেন মুখ্যসচিব

0

ইতিমধ্যেই শেষ হয়েছে ২০২৪-এর T20 বিশ্বকাপ। যেখানে দীর্ঘ ১৭ বছর পর ঐতিহাসিক জয় হাসিল করেছে ভারতীয় দল। এদিকে, T20 বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের । এমতাবস্থায়, দ্রাবিড়ের জায়গায় এবার ভারতীয় দলে খুব শীঘ্রই যোগ দেবেন নতুন কোচ।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় দলের হেড কোচ হওয়ার দৌড়ে বর্তমানে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর ও WV রমন। তবে, শেষ পর্যন্ত কোচের ভূমিকায় কে অবতীর্ণ হন সেটাই এখন দেখার বিষয়। এদিকে, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করতে পারে BCCI। তবে, এই আবহেই এবার একটি নতুন আপডেট সামনে এসেছে। মূলত, ভারতের নতুন হেড কোচ কবে দলের সাথে যুক্ত হবেন এই প্রশ্নের উত্তর দিয়েছেন BCCI সচিব জয় শাহ।

এই প্রসঙ্গে BCCI সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, খুব দ্রুত হেড কোচ ও নির্বাচকের নাম ঘোষণা করা হবে। তিনি বলেন, সমস্ত ইন্টারভিউ ও প্রক্রিয়া শেষে ২ টি নাম আপাতত ঠিক করা হয়েছে। পাশাপাশি, তিনি আরও জানান যে, ভারতের নতুন কোচ শ্রীলঙ্কা সিরিজ থেকে দলের সঙ্গে যোগ দেবেন। জয় শাহ বলেন, জিম্বাবোয়ে সফরে ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের কোচ হিসেবে থাকবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় দলের জিম্বাবোয়ে সফরের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন BCCI সচিব জয় শাহ। সেখানে তিনি এই বিষয়টি উপস্থাপিত করেন।