ফের ব্রাজিলের ফুটবল দলকে হতে হলো ভয়াবহ দুঃস্বপ্নের শিকার। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপে জায়গা অর্জনকারী ম্যাচে ১-০ তে পরাজয়ের সম্মুখীন হতে হল পাঁচ বার বিশ্বকাপ জয়ী দলকে। অতীতের ঘটনার বদল ঘটল এই ম্যাচে , ৯ ম্যাচের মধ্যে এই প্রথমবার ব্রাজিলকে পরাজিত করলো
প্যারাগুয়ে।
ব্রাজিলের বর্তমানে বেদনাদায়ক পরিস্থিতি চলছে, কোপা আমেরিকার পর বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ম্যাচে ডোরিভাল জুনিয়রের দলের খারাপ পারফরমেন্স অব্যাহত। সারা ম্যাচে ফের ছন্দে হাতড়ে বেড়ালো এবং কোন স্থায়িত্ব পাওয়া গেল না ব্রাজিলের আক্রমণ ভাগের, বলের দখল বেশিক্ষণ নিজেদের পায়ে রাখলেন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা,কিন্তু শেষে কাজের কাজ কিছুই হলো না। গোল মুখ খুলতে পারলে না ব্রাজিলিয়ানরা গিলেরমে আরানা একবার গলির সুযোগ পেয়েও হাতছাড়া করলেন। তার শট গোল লাইন থেকে ক্লিয়ার করা হয়। দিয়াগো গোমেজর ২০ মিনিটে করা গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে।
পরবর্তী সময়ে অবশ্যই কিছুটা খেলায় ফেরে ব্রাজিল খেলোয়াড়রা। বাঁ দিক থেকে একাধিক আক্রমণ তুলে আনেন ভেনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের এই তারকা ফুটবলার দুটো বেশ ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন গোল করার, একবার তো তার শর্ট দুরন্ত ক্ষিপ্রতায় বাঁচায় রবার্ত ফার্নান্দেজ।
প্যারাগুয়ের রক্ষণভাগে সেরকম ভাবে দাঁত ফোটাতে পারেননি ব্রাজিলিয়ান প্লেয়াররা। গোটা ম্যাচে গোল লক্ষ্য করে মাত্র তিনটি শর্ট নিয়েছিলেন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা।