কলকাতা : গত মরশুমের চ্যাম্পিয়ন দল কলকাতা। সবাই কে একপ্রকার অবাক করে দিয়েই নিজেদের তৃতীয় ট্রফিটি ঘরে তোলে। তবে রীতিমতো এবারে মেগা নিলাম এর আগে কঠিন পরীক্ষার সম্মুখীন নাইট ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবে কলকাতা চাইবে নিজেদের চ্যাম্পিয়ন দলকে ধরে রাখার। কিন্তু তা হয়তো এই মেগা নিলামে আর সম্ভব হবে না। রিটেনশন নিয়ম অনুযায়ী মাএ ৬ জন খেলোয়াড় কে ধরে রাখতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি, তার সাথে আবার একাধিক শর্ত আরোপ করেছে বিসিসিআই। এই কারণেই কেকেআর ম্যানেজমেন্টকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে দিতে হবে অগ্নি পরীক্ষা।
একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে অন্দরমহল থেকে, বর্তমানে সব চাইতে বড় প্রশ্ন টি হলো অধিনায়ক শ্রেয়স আইয়ার কে নিয়ে তিনি কী নতুন দলে যোগ দিতে চাইছেন?
সঠিক উত্তরটা বলা একটু মুশকিল, শ্রেয়স নাকি রিটেন হতে চাইছেন না। শ্রেয়স নিলামে ফিরে যেতে আগ্রহী। শোনা যাচ্ছে, একাধিক দলগুলি তার সাথে যোগাযোগ রাখছে। ধরে নেওয়া হচ্ছে, শ্রেয়স নীলামে ওঠে তাহলে রিটেনশন এর তুলনায় মোটা অংকের টাকা পেতে পারেন। সেই জন্য শ্রেয়স রিটেন হতে চাইছেন না। তবে নাইট ম্যানেজমেন্ট শ্রেয়সকে ছাড়তে নারাজ, গত বারে তার অধীনেই চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখের দল। তাছাড়া মেগা নিলামে এই মানের অধিনায়ক ও ব্যাটসম্যান পাওয়ার সম্ভব না খুবই কম। নাইট ম্যানেজমেন্ট শ্রেয়সের সঙ্গে বৈঠকে বসতে চাইছে। যদি একান্তই তিনি রিটেন হওয়ার জন্য রাজি না হন তাহলে আরটিএমও ব্যবহার করতে পারে নাইটরা।
এখনো পর্যন্ত সূত্র অনুযায়ী যা জানা যাচ্ছে, দলের দুই প্রধান আক্রমনাত্মক তারকা খেলোয়াড় সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে রিটেন করা হচ্ছে। রিটেন হবেন রিঙ্কু সিং তাকে দল ছাড়তে চাইছেনা কোনোমতে। হার্ষিত রানা কেউ আনক্যাপড ক্যাটাগরিতে রিটেন করার সম্ভাবনা প্রবল। আনক্যাপড হিসাবে রমণদীপের নাম ও উঠে আসছে। বরুণ চক্রবর্তীকেও রিটেন করার কথা ভাবছে কলকাতা ম্যানেজমেন্ট।
ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, ফিল সল্ট, মিচেল স্টার্ক, রহমনুল্লাহ গুরবাজ, বৈভব অরোরা সকল কেই নিলামে পুনরায় দলে ফেরাতে চাইবে কেকেআর। তবে নাইট ম্যানেজমেন্ট বুঝেই গিয়েছে হয়তো পুরানো দল পুরোপুরি ভাবে ফেরানো সম্ভব হবেনা । সেই হিসাবে বিকল্প পরিকল্পনা নিশ্চয় তৈরী আছে চন্দ্রকান্ত পন্ডিত , ভেঙ্কি মাইসোর ও ব্রাভোদের কাছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা যে এখনো থেকেই যাচ্ছে। শ্রেয়স যদি দলের ক্যাপ্টেন না থাকেন তাহলে তার বিকল্প কে হতে পারে? মেগা নিলামে আদৌ কি সম্ভব নতুন কোনো ক্যাপ্টেন খোঁজা যেখানে দল গোছাতে গিয়েই হিমশিম খেতে হবে দল মালিক ও ম্যানেজমেন্টেদের।