কলকাতাঃ- 2024-2025 মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয়ে গেছে যার আজ দ্বিতীয় দিন । যেখানে আমরা মুখোমুখি হতে দেখি বেঙ্গালুরু এফ সি এবং ইমামি ইস্টবেঙ্গল এফ সি কে । খেলার প্রথম দিক থেকেই দুই দল প্রচন্ড আক্রমণ মনোভাব নিয়ে খেলা শুরু করে।
নিজেদের মধ্যে একাধিক পাশের দ্বারা তারা নিজেদের বল দখলের ক্ষমতাকে আরো দৃঢ় করেছিল দুই দল ।
কিন্তু কোথাও যেন মনে হচ্ছিল বেঙ্গালুরু এফসি ধীরে ধীরে তাদের আক্রমণের শক্তি আরো জোরালো করছে।
যার ফলস্বরূপ ধীরে ধীরে চাপের মুখে পড়তে হয়
ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন কে।
কিন্তু বেঙ্গালুরুর একাধিক আক্রমণ এর পরেও ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন অভেদ্য থেকে যায়। এরপর ধীরে ধীরে ম্যাচের বয়স আরো গড়াতে থাকে যার ফলে ইস্টবেঙ্গল এর মাঝমাঠ ও ডিফেন্স লাইন কে বেঙ্গালুরুর বিরুদ্ধে আরো শক্তিশালী করে তুলতে হয়।
ঠিক যখন খেলার বয়স ২৫ মিনিটের মাথায় তখন বেঙ্গালুরু এফসির এক জোরালো আক্রমণ প্রতিপক্ষের বক্সের দিকে এডগার মেনডিজ এর করা পাস থেকে ভেঙ্কটেশ এর একটা অপরূপ গোল যেখান থেকে 1-0 গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। তারপর একের পর এক আক্রমণের পরও ইস্টবেঙ্গল কোনরকম ফল তুলতে পারেনা এই মরশুমের প্রথম ম্যাচ থেকে। যার ফলস্বরূপ প্রথম ম্যাচেই তাদের হাড়ের সম্মুখীন হতে হয়।