প্যারিস: মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেলেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক দিলেন তিনি। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হল তাঁর। মনুকে নিয়ে পদকের প্রত্যাশা ছিল প্রথম থেকে। সেই মতোই দেশকে এ বারের অলিম্পিক্সে পদক এনে দিলেন মনু।
ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন অর্জুন বাবুতা। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করেন তিনি। ৬৩০.১ স্কোর করেন। সেই ইভেন্টে ভারতের সন্দীপ সিংহ ছিলেন। তিনি দ্বাদশ স্থানে শেষ করেন। তাই সন্দীপের পক্ষে ফাইনালে ওঠা সম্ভব হল না।
শুটিং থেকে আরও পদকের আশা উজ্জ্বল করলেন রমিতা জিন্দল। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন তিনি। প্রাথমিক রাউন্ডে রমিতা পঞ্চম স্থানে শেষ করেছেন। তবে পদকের লড়াইয়ে জায়গা করে নিতে পারলেন না ভারতের আর এক প্রতিযোগী এলাভেনিল ভালারিভান।
তীরন্দাজই তে কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল ভারতের মহিলা দল। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬-০ স্কোরে উড়ে গেলেন দীপিকা কুমারিরা। ভজন কৌর, অঙ্কিতা ভকত এবং দীপিকার শুরুটাই ভাল হয়নি। প্রথম সেটে তাঁরা ৫১ স্কোর করেন। প্রথম তিনটি শটে ২৪ স্কোরের বেশি পাননি। দ্বিতীয় সেটে অঙ্কিতা এবং দীপিকা ছয়ের বেশি মারতে পারেননি। পর পর তিনটি সেটেই হেরে যায় ভারত। ফলে চতুর্থ সেট খেলার প্রয়োজনই হয়নি। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় পদকের আশাও শেষ হয়ে যায় দীপিকাদের।