কলকাতা – আই এস এল এর এই মরশুমে প্রথমবার মুখোমুখি হবে কলকাতার দুই ঐতিহ্যবাহী ও শক্তিশালী দল ইমামি ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জয়েন্ট , ১৯ শে অক্টোবর কলকাতায় ইমামি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপে নকআউট রাউন্ডের ম্যাচে ইস্টবেঙ্গলের পরাজয়ের ফলে কলকাতার এই ডার্বি দেখতে পাইনি সমর্থকরা,
ইমামি ইস্টবেঙ্গল গত মরশুমের তুলনায় এই মরশুমে বেশ ভালো দল গঠন করেছে। তাদের আক্রমণ ভাগের ওপর বেশ নজর দিয়ে তারা এজন্যই গত মরশুমের সর্বোচ্চ গোলদাতা দ্বিমিক্রিয়াস দিয়া মানতা কস ও মাদিদ তালালর মতো নতুন আক্রমণ ভাগ্যে কে নিযুক্ত করেছে নিজেদের দলে। গত মরশুমে আরেকটি বড় প্রশ্ন উঠেছিল রক্ষণ ভাগের উপর ২২টা ম্যাচে তারা ২৯ টা গোল খেয়েছিল বিপক্ষ দলের কাছে। এই ভুল শুধরানীতে এই মরশুম তারা ভারতীয় দলের জনপ্রিয় রক্ষণভাগের খেলোয়াড় আনোয়ার আলী এবং গত আইএসএল মাশরুমে “লীগ শিল্ড জয়ী” দলের খেলোয়াড় হেক্টর ইউসতে কে নিযুক্ত করে তাদের দলে। একাধিক নতুন খেলোয়ারদের নিজেদের দলে নিযুক্ত করার পড়োও কোথাও না কোথাও খামতি রয়ে গেছে বলা যায়, এই মরশুম ৪ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার শেষে আছে ইমামি ইস্টবেঙ্গল এফসি। সেখানে অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্ট ৪ ম্যাচে ৭ পয়েন্টে লীগ টেবিলের চার নম্বর স্থানে বসে তারা। পয়েন্টের ব্যবধান ছাড়াও মানসিক শক্তিতে অনেক বেশি পিছিয়ে আছে ইমামী ইস্টবেঙ্গল। নতুন কোচের অধীনে ডার্বির পাল্লা কতটা ঘরে তার প্রত্যাশায়ী বসে সমর্থকরা।