রাভশানের কাছে প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট সবুজ মেরুনের, একাধিক সুযোগ নস্ট মোহনবাগানের

0

কলকাতা:- আজ ছিল মোহনবাগানের অগ্নিপরীক্ষা।, এশিয়ার মতো বড় মঞ্চে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টু এর প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করল মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে একাধিক দর্শকের সামনে যেন নিজেদের তাল সামলাতে পারছিল না সবুজ মেরুন বাহিনী, একাধিক সুযোগ নষ্ট করেছে তারা।

এফসি রাভশানের মত দলের বিরুদ্ধে লড়াকু খেলা খেলেছে মোহনবাগান। তবুও শেষ মুহূর্তের কিছু ফিনিশিংয়ের জন্যই জয়ের স্বাদ পাওয়া হলো না তাদের। মাঠজুড়ে একাধিক টিফো, সমর্থকদের উল্লাস এমনকি ম্যাচের আগে গ্যালারিতে ব্যানার নামিয়েছিলেন দর্শকেরা।

খেলার প্রথমেই একাধিক আক্রমণ করেছে বিপক্ষ দল বলের দখল থেকে শুরু করে, মাঝমাঠের টিকিট টাকা খেলা সবটাই রাভশানের যেনো হাতের মুঠোয়। তুমি তাদের মধ্যেও যেন সেই ফিনিশিংয়েরই অভাব দেখা গেল। একতরফা আক্রমণ চললেও মোহনবাগানের রক্ষণ বিভাগ যেন আজ চীনের প্রাচীর।

অপরদিকে মোহনবাগান বিপক্ষের রক্ষণ বিবাদ ভাঙতে কার্যত অজস্র পাস খেলেছে, তুমি খেলার জেরে কার্যত একটি সুবর্ণ সুযোগও পেয়েছিল সবুজ বেলুন বাহিনী। তবে শেষ মুহূর্তে গিয়ে সেটিকে গোলে বদলাতে পারেনি, মোহনবাগানের তারকা ফুটবলার ডিমি।

মোহনবাগানের সবচেয়ে সেরা সুযোগ আসে যখন ঘড়ির কাঁটায় ৭৬ মিনিট। অস্ট্রেলিয়ান বিশ্বকাপার কামিংস, বল নিয়ে এগোলেও সেটিকে গোলে পাল্টাতে পারেননি।

ম্যাচ শেষ হয় ০-০ স্কোরলাইনে। এক কথায় মোহনবাগানের নতুন কোচ মলিনার আসার পর থেকে ফলতই মোহনবাগানের জয়ের গতি খানিক হলেও কমেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট নষ্ট হলেও আশাবাদী বাগান কোচ।