মহিলাদের হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চক দে ইন্ডিয়া ! চিনের প্রাচীর ভেঙ্গে জিতে নিল খেতাব !

0

বিহার : মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চক দে ইন্ডিয়া, হকিতে এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা দল। বুধবার বিহারের রাজগীরে প্রতিযোগিতার ফাইনাল ম্যাতে ১-০ গোলে চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা। গোটা প্রতিয়োগিতায় সব ম্যাচ জিতে চ্যাম্পিয়নের শিরোপা পেল ভারত।

বিহারের রাজগীরে এই টুর্নামেন্টের টানা সব ম্যাচে জয় পেল ভারতীয় মহিলা হকি দল। এর আগে গ্রুপ লিগের খেলায় চিনকে হারিয়েছিল ভারত। এই নিয়ে তৃতীয়বার এশিয়া সেরার খেতাব ঘরে তুলল ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের একমাত্র গোলটি করলেন দীপিকা। যদিও ব্যবধান বৃদ্ধি করার সুযোগ হাতছাড়া করেন দীপিকা নিজেই। কারণ পেনাল্টি থেকে গোল করতে পারেননি দীপিকা নিজেই।

 

গ্রুপ লিগে টানা পঞ্চম ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে স্থান নিশ্চিত করে ভারতীয় মহিলা হকি দল। ফাইনালে উঠার লড়াইয়ে ভারত হারান জাপানকে। এবার চিনকে চূণর্ করল ভারত। খেলার শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দেই খেলতে থাকে ভারত। একের পর পর এক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ভারত। ফলে প্রথম দুটি কোয়ার্টারে কোন গোল করতে পারেননি ভারতীয়রা।

কিন্তু তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল দীপিকা ম্যাচের এক মাত্র গোলটি করেন। এরপর ভারতীয় দল একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি, অন্যদিকে, চিন বেশ কয়েকবার আক্রমণ করলেও ভারতীয় দলের ডিফেন্স অটুট থাকে।

 

এই ঐতিহাসিক শিরোপা জয়ের সঙ্গে, ভারত এখন দক্ষিণ কোরিয়ার সাথে সবচেয়ে বেশি মহিলা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতে নিল। কয়েক মাস আগে একই প্রতিপক্ষকে(চিন) পরাজিত করে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জেতে ভারত, এই জয়টি হকি এবং ভারতে এর বৃদ্ধি ও জনপ্রিয়তার জন্য একটি বিশাল উত্সাহ হয়ে উঠেছে।