ভুটানের মাঠে মশালের তেজ দেখা গেল লাল হলুদ বাহিনীর, প্রথম জয়ের স্বাদ পেল অস্কার ব্রুজোর সেনা

0

কোলকাতা:- ইমামি ইস্টবেঙ্গল এফ সির বর্তমান তাদের লক্ষ্য এফসি কাপ, আজ ভুটানের মাঠে ইমামি ইস্টবেঙ্গল এফসি বনাম বসুন্ধরা কিংস নেমেছিল। আই এস এলে পরপর ছুটি ম্যাচে পড়াযায় পাওয়ার পর বর্তমানে তারা এএফসি যুদ্ধে, টানা ছটি ম্যাচ পর এএফসি কাপের প্রথম ম্যাচে একটি ড্র পেয়েছিল ইস্ট বেঙ্গল এফসি, এবং অন্যদিকে বসুন্ধরা কিংস কিন্তু তাদের প্রথম ম্যাচ পরাজয় পেয়েছিল, এবং আজকের ম্যাচেও লাল হলুদের আগুনে ঝলসে যেতে হল বসুন্ধরা কিংস কে।

খেলার শুরু থেকেই দুই দল বেশ আক্রমণাত্মক ভাবে শুরু করে, প্রথম আক্রমণ থেকেই ইস্টবেঙ্গলের কেজো খুব বোঝা যায় এবং বসুন্ধরা কিংসের খেলোয়ারদের কিছু বুঝে ওঠার আগেই প্রথম গোল চলে আসে ম্যাচের ১ মিনিটে, দিয়ামানতাকস লাল হলুদের হয় প্রথম গোলটি তুলে নেয়, খেলা শুরুতেই এক গোলে পিছিয়ে পড়া বসুন্ধরা কিংস খেলার সমতার ফেরার জন্য ক্রমশু চেষ্টা করতে থাকে, তারা নিজেদের মধ্যে বল পজিশন বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের পাশ খেলে আক্রমণে যাওয়ায় যে পরিবর্তিতে আক্রমণগুলো উঠে আসছিল লাল হলুদের তাতে কিন্তু প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছিল বসুন্ধরা কিংসের রক্ষণ ভাগ্যেকে, লাল হলুদ শিবির প্রতি আক্রমণ দ্বারা একাধিকবার সমস্যায় ফেলেছে বসুন্ধরা কিংসের গোলরক্ষকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ গোলের সুযোগ মিসও করেছে নন্দা এবং মাহেষ, বসুন্ধরা কিংসের বক্সে খেলা হতে হতে ২০ মিনিটের মাথায় একটি ফিরতি বলে শর্ট করে বল জালে জড়িয়ে দেন সৌভিক চক্রবর্তী, এর সাথে দুই গোলে পিছিয়ে পড়তে হয় বসুন্ধরা কিংস কে, দুই গোলে এগিয়ে থাকা লাল হলুদ বাহিনী ক্রমশ তাদের আক্রমণে তেজ বাড়াতে থাকে বিপক্ষের লক্ষণ ভাগের একাধিক ফাটল তৈরি করে,

২৬ মিনিটের মাথায় নন্দকুমার তার দলকে আরো এক গোলে এগিয়ে চলে যায়, ইস্টবেঙ্গল এফসি আজকের খেলাটা পুরোপুরি হবে তাদের আয়ত্তে নিয়ে নে, এবং নিজেদের মধ্যে বল পজিশন বাড়িয়ে নিয়ে একাধিক আক্রমণ তৈরি করে তারা, বসুন্ধরা পাল্টা আক্রমণে আসলেও তাদের আক্রমণে কোন তেজ খুঁজে পাওয়া যায় না। ৩৩ মিনিটের মাথায় আরেকটি গোল তুলে নায় লাল হলুদ বাহিনী, আনোয়ার আলীর অসাধারণ একটি কার্ল থেকে চলে আসে আজকের ম্যাচের চতুর্থ গোলটি।

দ্বিতীয়ারদের শুরুতে বেশ কিছু পরিবর্তন করে ফেলে লাল হলুদ শিবির, দুই দলই নিজেদের বল পজিশন বাড়িয়ে আক্রমণে উঠে আসার চেষ্টা করে, দ্বিতীয়ার্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ আক্রমণ করে বসুন্ধরা কিংস, কিন্তু তাদের আক্রমণের কোন ফলাফল তৈরি হয় না। গুল সংখ্যায় কোন পরিবর্তন আনতে পারে না তাদের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। উল্টে পাল্টা আক্রমণ উঠে আসা লাল হলুদ বাহিনী বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ মিস করে তারা, দুটো ওয়ান স্টু ওয়ান সুযোগ মিস করে ক্লেটন সিলভা, ম্যাচের শেষ কিছু মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ আক্রমণ তুলে আনে বসুন্ধরা কিংস, একাধিক বল পজিশনে রাখে তারা, নিজেদের মধ্যে পাস খেলে লাল হলুদের বক্সে ঢুকে গোল তোলার চেষ্টা করে বসুন্ধরার খেলোয়াড়। কিন্তু শেষ মুহূর্তেও গোল সংখ্যার কোন পরিবর্তন হয় না। এরই সাথে ৪-০ ব্যবধানে মরশুমের প্রথম জয় পেয়ে যায় ইমাম ইস্টবেঙ্গল এফসি।