কলকাতা: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। ৭ বছর পরে আবার অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ২০১৭ তে শেষবার জিতেছিলো পাকিস্তান ভারত কে ১৮০ রানে হারিয়ে ইংল্যান্ডের মাঠে। এবারের চ্যাম্পিয়নস ট্রফির আসর হবে হাইব্রিড মডেলে। ভেন্যু ঠিক করা হয়েছে পাকিস্তান ও দুবাই । ক্যাপ্টেন রোহিত শর্মা ও সিলেক্টর অজিত আগরকার এর সঙ্গে গম্ভীর এর মনোমালিন্য হয়েছে ভারতীয় দল বাছায় নিয়ে।
রাহুল দ্রাবিড় এর যাওয়ার পরে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছে গৌতম গম্ভীর। তবে এই কথা বলা ভুল হবে না, তার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় দলের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। যে পরিমাণ বিশ্বাস ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ও ভারতীয় দল, দর্শকরা দেখিয়েছিল গৌতম গম্ভীর এর এর প্রতি তার সিকিভাগও পূর্ণ হয়নি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে হার, বিজিটিতে বাজে ভাবে পরাজয় সবাইকে হতাশ করেছে। এরই ফলস্বরূপ গম্ভীরের নির্বাচন নিয়ে ও কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারে রেশ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দল বাছাই করার সময়ও দেখা গেলো।
সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, গম্ভীরের পছন্দের বেশ কিছু প্লেয়ার কে দলে রাখা হয়নি, গম্ভীরের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন অধিনায়ক রোহিত শর্মা ও সিলেক্টর অজিত আগারকার। গৌতম সহ-অধিনায়ক হিসেবে চাইছিলেন হার্দিক পান্ডিয়া কে সেখানে শুভমান গিলকে করা হয়েছে সহ- অধিনায়ক । সঞ্জু স্যামসন কে তিনি উইকেট কিপার হিসেবে নিয়ে যেতে চাইছিলেন এবারের চ্যাম্পিয়ন ট্রফি তে সেখানে রোহিত ও অজিত এর পছন্দ ছিল ঋষভ পন্থ তাকেই দলে রাখা হয়েছে।
তাছাড়াও মোহাম্মদ সিরাজের দলের না থাকা নিয়ে অনেকে আঙ্গুল তুলছে ভারতীয় দলের দিকে। বিগত টেস্টের পারফরম্যান্স একদিকে সরিয়ে রাখলে দেখা যাচ্ছে ২০২২ থেকে মোহাম্মাদ সিরাজি ভারতে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ওয়ানডে বোলার। যা বুমরাহ,স্বামী আর্শদীপ এবং কুলদীপের থেকেও বেশি। মোট ৭১ টি উইকেট আছে সিরাজের নামে। তাই দল বাছায় নিয়ে নানান প্রশ্ন থেকেই যাচ্ছে।
গম্ভীর কোচিংয়ে আসার পর থেকে ভারতীয় দলের অন্দরমহলের সমস্যা যেন বেড়েই চলেছে। এখন কোচ গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা ও অজিত আগারকারের দল বাছাই নিয়ে দ্বিমত প্রকাশের ব্যাপারটা সামনে আসতেই ধরা হচ্ছে যে আগামী দিনগুলো হয়তো ভারতীয় দলের জন্য সুখকর হবে না। চ্যাম্পিয়ন ট্রফিতেই যদি ভারতীয় দলের বাজে পারফরম্যান্স বজায় থাকে। তাহলে হয়তো কোচ অধিনায়ক সহ সিলেক্টারদেরও সমালোচকদের তোপের মুখে পড়তে হবে।