কলকাতা:- অপ্রতিরোধ্য ভারতীয় দল, একের পর এক দেশকে অস্থিতিশীল ভাবে বধ করছে তারা। শুধু জয় নয় যেনো সবটাই একতরফা। তেমনি আজকে ছিল দুই চির প্রতিদ্বন্দ্বী, ভারত ও পাকিস্তানের এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফিতে ম্যাচ। এর পূর্বে চীন জাপান মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দলের নৌকা যেন হারমানপ্রীত দের দাপটে উড়ে গিয়েছে।
২-১ গোলে পাকিস্তানকে হারালো ভারত ইতিমধ্যেই তারা সেমিফাইনালে উঠে গেছে এবং অপরাজিতভাবেই জয়টা সুনিশ্চিত করেছে।
তবে জয়টা কিন্তু শহর ছিল না প্রথমেই অমিত রোহিদাসের করা একটি ভুলের দৌলতে পিছিয়ে পড়েছিল ভারত।
ভারতের ডিফেন্স ভেঙে পাকিস্তানের নাদিম আহমেদ গোল করেন। কিন্তু ফের শুরু হয় ভারতের হানা, প্যারিস অলিম্পিকসের তারকা খেলোয়াড় এবং ভারতীয় দলের “সরপঞ্জ সাহাব ” অর্থাৎ অধিনায়ক হারমানপ্রীত সিংহের করা গোলে সমতা ফেরায় ভারতীয় দল। এই নিয়ে মোট ২০২ খানা গোল করেছেন ভারতীয় অধিনায়ক।
সমতা ফেরার পর আবারো ভারতের ভাগ্যের চাকা ঘুরালো পেনাল্টি কর্নার গোল করলেন ভারতীয় অধিনায়ক। টুর্নামেন্টের প্রথম দিকে কিন্তু সেভাবে ছন্দে ছিলেন না তিনি কিন্তু যত সময় যাচ্ছে পেরিসোলিপিককে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার ছন্দ যেন আরো ফুটে উঠছে।
বর্তমানে ১৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিল এর শীর্ষে রয়েছে ভারত অপরদিকে লক্ষ্য রাখলে পাকিস্তানও কিন্তু সেমিফাইনালে পৌঁছে দিয়েছে। বর্তমানে ভারতের ফর্ম দেখে আশা করা যায় যে এবারে হয়তো শোনা যায় স্বপ্নটা স্বপ্ন নয় বাস্তবে পরিণত হতে পারে।