বিশ্ব বাংলা সংবাদকে পরাস্ত করে চ্যাম্পিয়ন স্পোর্টসলাইট মিডিয়া , সাংবাদিক টুর্নামেন্টে চাঁদের হাট

0

কলকাতা:- টানা দুদিন ধরে হল মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। রবি এবং সোমবার এই দুদিন ধরে হল এক মহা প্রতিযোগিতা যেখানে প্রায় ২০ টি মিডিয়া হাউস অংশগ্রহণ করেছিল। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে একসঙ্গে এক ছাদের তলায় রেখে হয়েছে এই টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় প্রথম থেকেই ছিল চাঁদের হাট, উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন ভারতীয় তথা বঙ্গ ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও আজ ফাইনালে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ফাইনালে সাংবাদিকদের ফুটবল প্রতিভার দিকে নজর দিতে এসেছিলেন সম্প্রতি সন্তোষ ট্রফি জয়ী বাংলার কোচ সঞ্জয় সেন।

সারাদিন, সারাবছর মাঠে ময়দানে বিভিন্ন খেলা সম্পর্কিত খবর অন্বেষণে ব্যস্ত থাকেন কলকাতার ক্রীড়া সাংবাদিকেরা। এই ব্যস্ততাকে পিছু রেখে অনুষ্ঠিত হয় এই মিডিয়া টুর্নামেন্ট। আসলে মাঠে ঘাটে খবর করার পাশাপাশি সাংবাদিকরা যে বল পায়েও দক্ষ সেটি যেন পরিষ্কার হল আজ।

প্রিন্ট মিডিয়ার টুর্নামেন্টের প্রথম ফাইনালে দিনদর্পণ কে পরাস্ত করে ট্রফি জেতে জাগোবাংলা পত্রিকা। জাগোবাংলার হয়ে ম্যাচের সেরা দীপ সাহা এবং প্রতিযোগিতার সেরা হয়েছেন জাগোবাংলার সৌরভ শীল। ফেয়ার প্লে ট্রফি জিতেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং টিভি নাইন।

অপরদিকে ইলেকট্রনিক ও ওয়েব মিডিয়ার টুর্নামেন্টে বিশ্ব বাংলা সংবাদকে ১–০ গোলে পরাস্ত করে জয়ী স্পোর্টসলাইট মিডিয়া। এই বিভাগে টুর্নামেন্টের সেরার পুরস্কার পেলেন রেভ স্পোর্টসের রাহুল গিরি। ফাইনালের সেরা স্পোর্টস লাইটের উত্তম পাল।

এছাড়াও মহিলা সাংবাদিকদের নিয়েও এদিন একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। কাজের ফাঁকে ফুটবলের দক্ষতা চেনাতে পিছু পা হয়নি কোনো সংবাদ দপ্তর।

ওয়েব মিডিয়া চ্যাম্পিয়ন স্পোর্টসলাইট মিডিয়া টিমের হয়ে খেলেছেন শুভম সেন(অধিনায়ক), উত্তম পাল, শুভজিৎ ঘোড়াই,ঋষি রায়,অনির্বাণ নাহা,রোহিত মিস্ত্রি, প্রিয়াংশু ঘোষ।