কলকাতা:- এখনো শেষ হয়নি চলতি বছরের আইএসএল। এছাড়াও একেবারে দোরগোড়ায় এসে দাড়িয়ে আছে সুপার কাপ থেকে ডুরান্ডের মতন প্রতিযোগিতা । এর মাঝেই আবারও দল বদলে সরগরম এবারের শিল্ড চ্যাম্পিয়ন্স দল মোহনবাগান। আইএসএল শিল্ড জয় এখন অতীত, পরবর্তী লক্ষ আইএসএল কাপ জয় । এবার সেই জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি তাদের আগামী বছরের দল গঠনের দিকেও নজর রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই দল ছাড়তে চলেছেন গ্রেগ স্টুয়ার্ট। এছাড়াও দলের রক্ষনকেও আরো একটু সচল রাখতে মুম্বাই এর ডিফেন্ডার মেহতাব এর দিকে নজর রাখছে বাগান কর্তৃপক্ষ।
গ্রেগ স্টুয়ার্ট নামটা বর্তমানে মোহনবাগানের একেবারে খুব কাছের। স্কটল্যান্ডের এই দক্ষ ফরোয়ার্ড যখন প্রথম কলকাতার মাটিতে পা রাখেন, তখন সমর্থকদের মনে জেগেছিল একটি বড় স্বপ্ন। তাঁর অসাধারণ পাসিং দক্ষতা, গোল করার ক্ষমতা এবং মাঠে দলকে নেতৃত্ব দেওয়ার গুণ তাঁকে দ্রুতই ভক্তদের হৃদয়ে জায়গা করে দিয়েছে। আইএসএল-এ মোহনবাগানের পারফরম্যান্সে গ্রেগের অবদান অনস্বীকার্য। এবার সেই গ্রেগ এর কাছেই রয়েছে বেশ কয়েকটি লোভনীয় অফার এবং শোনা যাচ্ছে পরবর্তী বছরেই দল ছাড়তে পারেন এই বিদেশী।
এছাড়াও দলের রক্ষন ভাগকে আর কিছুটা চাঙ্গা করতে বাগানের পছন্দ মুম্বাই সিটির ভারতীয় ডিফেন্ডার মেহতাবকে। তবে এখনো সেই বিষয়ে কথাবার্তা বেশিদূর এগোয়নি বলেই জানা যাচ্ছে । এছাড়াও বাগান মহলে গুঞ্জন রয়েছে যে আশীষ রাই এর পরিবর্ত হিসেবে আসতে পারেন আরেক অভিজ্ঞ ফুলব্যাক। এই বিষয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ তারকা বেছে রেখেছে বাগান ম্যানেজমেন্ট।
তবে মোহনবাগানের পরবর্তী বছরের মূল লক্ষ থাকবে এশিয়ার মঞ্চে ভালো প্রদর্শনের পাশাপাশি দেশের নাম উজ্জ্বল করা। এই কয়েকটি সুযোগ কে মাথায় রেখেই ইতিমধ্যেই নিজেদের দল গঠনে জোর দিতে চাইছে সবুজ মেরুন শিবির।