দিল্লি এফসিতে ফিরছেন আনোয়ার আলি? দলবদলের বাজারে নতুন জল্পনা 

0

কলকাতা: বর্তমানের ভারতীয় ফুটবল মহলের কাছে অধিক চর্চিত বিষয়ের মধ্যে অন্যতম আনোয়ার আলীর দলবদল। ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলীর ট্রান্সফার কাহিনী, যা ভারতীয় ফুটবলে একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে।

সূত্র মারফত , শোনা যাচ্ছে যে আনোয়ার তার মূল ক্লাব দিল্লি এফসিতে ৫ বছরের চুক্তিতে ফিরে আসতে পারেন।

মোহনবাগান সুপার জায়ান্টস ২০২৩ সালে আনোয়ার আলিকে ৪ বছরের জন্যে লোনে নিয়েছিল।

মোহনবাগানের পক্ষ থেকে ১ বছর খেলেছিলেন আনোয়ার তবে এর মাঝেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলে তার স্থায়ী স্থানান্তরের খবর যেনো কাঁপিয়ে দিয়েছিল সমগ্র বাগান সমর্থকদের।

সমস্ত ঘটনাবলি এরপরে পিএসসির কাছে দ্বারস্থ হয়।

ফলে আনোয়ারের বক্তব্য সঠিক কি না সেটি জানার জন্যই মোহনবাগানকে চিঠি পাঠিয়েছিল ফেডারেশন এবং প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।

মোহনবাগানের বক্তব্য, ঘরোয়া ফুটবলে লোন সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করার জন্য ফিফা ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত সময় দিয়েছে ফেডারেশনগুলিকে। কিন্তু আনোয়ারের সঙ্গে মোহনবাগানের চুক্তি যেহেতু ওই নিয়ম কার্যকর হওয়ার আগেই করা, তাই তাঁর ক্ষেত্রে ওই নিয়ম কার্যকর হবে না।

মোহনবাগানের এক শীর্ষ কর্তা ইতিমধ্যেই সংবাদমাধ্যমে জানিয়েছেন, “আনোয়ারকে এনওসি দেওয়া হবে না। তিনি মোহনবাগানের ফুটবলার, মোহনবাগানেই খেলবেন। ”

গতকাল মোহনবাগান সুপার জায়ান্টস পেজ থেকে আনোয়ারকে কটাক্ষ করে এবং তার বিকৃত মুখের সাথে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল । এরপরেই আইনি জটিলতায় পড়েছে মোহনবাগান । দিল্লি তাদের বিরুদ্ধেও মানহানির মামলা করেছে বলে জানা গেছে, রঞ্জিত বাজাজ ঘটনাস্থলের নেতৃত্বে ছিলেন।

এরপরেই আজ যেনো দলবদলের বাজারে উলাট পুরান!

স্পোর্টস লাইট মিডিয়াকে, রঞ্জিত বাজাজ জানিয়েছেন যে আনোয়ার খুব শীঘ্রই স্থায়ী স্থানান্তরে তার প্রাক্তন ক্লাব দিল্লি এফসিতে ফিরে আসতে পারেন।

“সে এখন একজন ডিএফসি (দিল্লি এফসি) খেলোয়াড় – পিএসসির জন্য অপেক্ষা করে তারপর স্থানান্তর ঘটে” – রঞ্জিত বাজাজ স্পোর্টসলাইট মিডিয়াকে বলেছেন।

কার্যত ভারতীয় ফুটবল ফেডারেশনের অফিশিয়াল পেজ থেকেও আনোয়ার আলীর ক্লাব নাম থেকে মোহনবাগান সুপারজানকে পৃথক করে দেয়া হয়েছে। পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করবে মোহনবাগান সেটি ফলত সময়ের অপেক্ষা।