হারারে: আজ বুধবার ছিল ভারত বনাম জিম্বাবোয়ের তৃতীয় দিনের খেলা। ভারত টস জিতে প্রথমে ব্যাট নেয়। প্রথম দুই ম্যাচ শুভমান এর ব্যাট থেকে রান না আসলেও আজ তাঁর ব্যাট থেকে প্রয়োজনীয় রান আসে। তার সঙ্গী হিসাবে জাসওয়াল ওপেন করে অভিষেক এর জায়গায়। শুরু থেকেই দুজনে আক্রমণাত্মক শর্ট খেলতে থাকে। ফলে জাসওয়াল জিম্বাবুয়ের জন্য বেশ কিছু ক্যাচ এর সুযোগ তৈরি করে দেয়। কিন্তু আজ জিম্বাবুয়ের ফিল্ডিং পারফরম্যান্স ছিল খুবই নিম্ন মানের। অনেক মিস ফিল্ড ও ক্যাচ মিস করে তারা।
জাসওয়াল দ্রুত গতিতে ২৭ বলে ৩৬ রান করে সিকান্দার রাজার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। অভিষেক তিন নম্বরে ব্যাট করতে এসে আজ ব্যার্থ হয়, ৯ বলে ১০ রান করে তাকেও ফিরিয়ে দেয় রাজা। তারপর গিল এর সাথে দল কে সামলান রুতুরাজ , গিল পড়ে যাওয়ার সঞ্জু আসেন ব্যাট এ তবে তিনিও প্রভাব ফেলতে পারেননি ম্যাচে। রিঙ্কু শেষ পর্যায়ে এসে একটি মাত্র বল খেলে নন স্ট্রাইকার এন্ড নট আউট থাকেন সঞ্জু স্যামসন এর সাথে।
আজ ক্যাপটেন গিল এর ব্যাট থেকে অবশেষে ক্যাপ্টেন ইনিংস আসে। শুভমান কোরেছেন ৪৯বলে ৬৬ রান।ঋতুরাজ তাঁর ফর্ম আজকের ম্যাচেও ধরে রেখেছেন । শুভমানের যোগ্য সঙ্গী হিসাবে গায়ক ওয়ার্ড ২৮ বলে ৪৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। রাজাদের বলিং আগের দিনের তুলনায় ভাল হলেও প্রচুর মিস ফিল্ডিং ও ক্যাচ মিস এর জন্য ১৮৪ রান এর বড়ো লক্ষ্য চেজ করতে হয় জিম্বাবুয়েকে। এক মাত্র মুজুরবানি আর রাজা ৬ ইকোনমি দিয়ে বল করে ২ টি করে উইকেট নেই বাকিরা ফেরে ফাঁকা হাতে।
জিম্বাবোয়ে চেজ করতে এসে প্রথম ৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে বসে। ক্যাপ্টেন রাজা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে তিনিও বেশিক্ষণ কি দিয়ে টিকতে পারেননি। ১৬ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তারপর ক্যাম্পবেল এসে ১রান করেন ২ বলে। মায়ার্স ও মাদণ্ডে লড়াই চালান শেষ পর্যন্ত তাদের জুটির উপরে ভর করে জিম্বাবুয়ে ১০০রানের গণ্ডি পার হয়। মাদণ্ডে কিছুক্ষণ পরে পড়ে যান ওয়াসিংটন সুন্দরের বলে। তবে মায়ার্স শেষ পর্যন্ত টিকে থাকেন এবং একাই লড়াই চালিয়ে যান।
দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনে এসেও ভারতীয় পেশাররা প্রথম থেকেই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চাপে রাখে। রান আটকানোর সাথে সাথেও উইকেট নিতে থাকে। ভারতীয় স্পিন বিভাগে ওয়াশিংটন সুন্দর ছাড়া বাকিরা সুযোগ তেমনভাবে কাজে লাগাতে পারেননি। রবি বিস্নোয় ও আজ ৯ ইকোনমি দিয়ে প্রতি ওভারে রান দিয়েছে। খলিল আহমেদ ৪ ওভারে ১৫ রান দিয়ে নেয় ১ উইকেট, আবেশ খান ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেয় ২ উইকেট , ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ১৫ রান দিয়ে নেয় ৩ উইকেট। পাঁচ দিনের টি টোয়েন্টি শৃঙ্খলাতে পর পর দুটি ম্যাচ জিতে সিরিজে কিছুটা এগিয়ে রইল ভারতীয় দল।