গোয়ালিয়র: ভারতের মাটিতে টেস্ট এর পরে এবারে টি টোয়েন্টি তেও পরাজয়ের সম্মুখীন হলো বাংলাদেশ। ৭ উইকেটে ভারতের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হারলো টাইগার বাহিনীরা। ১২৭ রানের টার্গেট দেয় বাংলদেশ ভারতের দুর্ধর্ষ ব্যাটিং এর ফলস্বরূপ ৮ ওভার হাতে রেখেই ম্যাচ নিজেদের পকেটে পুড়লো ম্যান ইন ব্লু।
ভারত টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয়, টাইগার বাহিনী প্রথম ব্যাট করতে নেমেই পড়ে বিপাকে। ইমন ও লিটন দুই ওপেনিং ব্যাটসম্যান আর্শদীপ এর স্পেলে প্যাভিলিয়ন ফিরে যায় তাড়াতাড়ি। ক্যাপ্টেন শান্ত আসার আলো দেখলেও। আজও ব্যর্থ তিনি ।যদিও দ্বিতীয়ও সর্বোচ্চ রান তারই। ২৫ বলে ২৭করে ওয়াশিংটন এর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ডাগ আউটে। মিডল অর্ডারে কেউ তেমন প্রভাব রাখতে পারেনি,মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত নট আউট থেকে ক্রিজ ছাড়েন।
আরশদীপ ও ভরুণ ৩ টে করে উইকেট নিয়েছে আজকের ম্যাচে। মায়াংক যাদব, হার্দিক , ওয়াশিংটন সুন্দর ১ টি করে উইকেট নিয়েছেন। নীতিস কুমার রেড্ডি ২ ওভার বল করে একমাএ বলার কোনো উইকেট পাইনি। নীতিশ এর ওভার গুলী অন্যান্যদের তুলনায় ব্যয়বহুল ছিল। ভরুন চক্রবর্তী জাতীয় দলে ফিরে এসে ভালো পারফরমেন্সে দিয়ে নিজের জায়গা কিছুটা পাকা করে গেলেন।
দ্বিতীয় ইনিংসে ভারত শুরু ভালো করলেও, দুর্ধর্ষভাবে ইনিংস শুরু করা অভিষেক শর্মা রান আউট হয়ে ফিরে যান মাত্র ১৬ রানে। সঞ্জু স্যামসন ১৯ বলে ২৯ করে মিরাজ এর বলে ক্যাচ আউট হয়ে ক্রিজ ছাড়েন। ভারতীয় ক্যাপ্টেন সুরিয়া কুমার মুস্তাফিজুর এর বলে ক্যাচ দিয়ে আউট হন। ২০০ ওপরের স্ট্রাইক রেটে ব্যাট করছিল সুরিয়া ভয়ংকর দেখতে লাগা সুরিয়াকে মুস্তাফিজুর ডাগ আউটে ফেরত পাঠান। তবে তারপরে ভারতীয় দলকে আর ফিরে তাকাতে হয়নি। নীতিশ কুমার এর ১৫ বলে ১৬ রান ও হার্দিক এর ১৬ বলের ৩৯ রানের দ্রুত গতির ইনিংস এর উপরে ভর করে খুব সহজেই ৮ ওভার হতে থাকতেই পর্যাপ্ত রান অর্জন করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। হার্দিকের অসাধারণ ব্যাটিং এর সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি মিরাজ, মুস্তাফিজরা।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেয় মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ। বাকীরা তেমন ভাবে কোনো প্রভাব রাখতে পারেনি। জবাবে ভারত ১৩২ রান তোলে ১১.৫ ওভারে। ম্যাচ জিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে আবারও ভারত প্রমাণ করলো কেনো দেশের মাটিতে ম্যান ইন ব্লুজ অপরাজেয়।
বাংলাদেশ: ১২৭/১০ (মেহেদি ৩৫, শান্ত ২৭, অর্শদীপ ৩/১৪, বরুণ ৩/৩১)
ভারত: ১৩২/৩ (হার্দিক ৩৯, সূর্য ২৯, সঞ্জু ২৯)