টি টোয়েন্টি তে রোহিত – বিরাট দ্বৈরথে রোহিত কিছুটা এগিয়ে!  

0
NEW YORK, NEW YORK - JUNE 05: Rohit Sharma and Virat Kohli of India wait to go out to bat during the ICC Men's T20 Cricket World Cup West Indies & USA 2024 match between India and Ireland at Nassau County International Cricket Stadium on June 05, 2024 in New York, New York. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

দুজনেই এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান, সদ্য শেষহওয়া হওয়া বিশ্বকাপ এ দুজনেই ওপেন করেছেন ভারত এর হয়ে। আইপিএল থেকে ভালো ফ্রম নিয়ে আসলেও কোহলির ব্যাটিং গড় বিশ্বকাপ এর আসরে তেমন নজর কাড়া ছিলো না ফাইনাল ম্যাচ ছাড়া তবে রোহিত এর ব্যাট এ রান আসছিল প্রতিযোগিতার শুরু থেকেই।

দুই ভারতীয় সেরা খেলোয়াড় নিজের টি টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেছেন টি টোয়েন্টি র ইতিহাস এ দুজন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে।

কোহলি নিজের ক্যারিয়ার খেলেছেন মোট ১১৭ ম্যাচ, করেছেন ৪১৮৮ রান ৪৮.৭০ এর এভারেজ নিয়ে ১৩৭.০৪ এর স্ট্রাইক রেট এ। হাফ সেঞ্চুরি আছে ৩৮টি ও সেঞ্চুরি আছে ১ টি। তাঁর করা সর্বাধিক রান ১২২। টি টোয়েন্টি সর্ব মোট কোহলি চার মেরেছে ৩৬৯টি ও ছক্কা হাঁকিয়েছেন ১২৪ টি।

অপর প্রান্তে ক্যাপ্টেন রোহিত খেলেছেন ১৫৯ ম্যাচ

করেছেন ৪২৩১ রান ৩২.০৫ এর এভারেজ এ ১৪০.৮৫ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি করেছেন পাঁচ টি হাফ সেঞ্চুরি ৩২ টি। রোহিত এর করা টি টোয়েন্টি ক্যারিয়ার এ সর্বাধিক রান ১২১। চার মেরেছেন ৩৮৩টি ও ছক্কা হাঁকিয়েছেন ২০৪ টি।

২০১৪,২০১৬,২০২২ এর বিশ্ব কাপ আসরে ভারত এর হয়ে বিরাট ছিলো সর্বোচ্চ রান সংগ্রাহক ২০২৪ এ ইউএসএ ও ওয়েস্টইন্ডিজ এর আসরে রোহিত নিজের নাম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে লিপি বদ্ধ করেছেন। পর্যালোচনা করলে দেখা যাচ্ছে ব্যাটিং গড় আর অর্ধ শতক ছাড়া রান, স্ট্রাইক রেট ও অন্যান্য জায়গা গুলো তে রোহিত বেশ কিছু টা এগিয়ে আছেন কোহলির তুলনায়।