ডার্বির ইতিহাস বলছে, যখনই কোনও দলকে কেউ এগিয়ে রাখতে চেয়েছে, তখনই অঘটন ঘটেছে। দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী দুই ফুটবল দলের শতাধিক মুখোমুখিতে এমন উদাহরণ বহু আছে।
আইএসএলে (ISL) তিনটি দলের বিরুদ্ধে এখনও একটিও ম্যাচ হারেনি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তাদের মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। বাকি দু’টি দল মহমেডান এসসি ও পাঞ্জাব এফসি। আইএসএলে যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি গোল করেছে মোহনবাগান, সেই দলগুলির তালিকায় ইস্টবেঙ্গল রয়েছে তিন নম্বরে। নর্থইস্ট ইউনাইটেড এফসি (২৬), কেরল ব্লাস্টার্স (২৪)-এর পরেই লাল-হলুদ বাহিনী (২২)। আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের নিখুঁত পাসিংয়ের হার ৭৯.২%। একমাত্র পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে তাদের এই হার আরও বেশি, ৮২.৫%।
আইএসএলে একমাত্র মোহনবাগানই সেই দল, যাদের বিরুদ্ধে কখনও জেতেনি ইস্টবেঙ্গল। তারা সবচেয়ে বেশি জয় পেয়েছে বেঙ্গালুরু এফসি-র (৪) বিরুদ্ধে। তার পরেই জামশেদপুর এফসি (৩) ও নর্থইস্ট ইউনাইটেড (৩)। এই লিগে তারা মোহনবাগানের কাছে আট ম্যাচে হেরেছে। এ ছাড়াও আরও একটি দলের বিরুদ্ধে আটটি ম্যাচে হেরেছে তারা, ওডিশা এফসি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ৯টি ম্যাচে মাত্র পাঁচ গোল দিতে পেরেছে তারা। মহমেডান এসসি (০) ও মুম্বই সিটি এফসি-র (৩) বিরুদ্ধে আরও কম গোল দিতে পেরেছে তারা। মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সফল ড্রিবলের হার ৫৬.৫%, সফল ট্যাকলের হার ৭৩.৩% ও ফাউলের সংখ্যা ৯৪। এ পর্যন্ত আইএসএলে মোহনবাগানের মুখোমুখি হয়ে মোট ৩০টি হলুদ কার্ড দেখেছে লাল-হলুদ বাহিনী, যা সর্বোচ্চ।
ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার দুই দল মুখোমুখি হয়েছে মোট ৯ বার। ৮ বারই জিতেছে সবুজ-মেরুন বাহিনী। একবার ড্র হয়েছে। ইস্টবেঙ্গল এফসি আজ পর্যন্ত হারাতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের। দুই দলের দ্বৈরথে মোট ২৭ গোল হয়েছে। মোহনবাগান করেছে ২২টি ও ইস্টবেঙ্গল পাঁচটি। ২০২০-২১ মরশুমে প্রথম ম্যাচে ২-০ ও দ্বিতীয় ম্যাচে ৩-১-এ জেতে মোহনবাগান। ২১-২২ মরশুমে প্রথমে ৩-০-য় ও পরে ৩-১-এ জেতে সবুজ-মেরুন বাহিনী। ২২-২৩ মরশুমের দুই ম্যাচেই ফল হয় ২-০। গত মরশুমের প্রথম লেগে ম্যাচ ২-২-এ ড্র হয় এবং দ্বিতীয় লেগে ৩-১-এ জেতে সেই সবুজ-মেরুন বাহিনীই। এ মরশুমের প্রথম মুখোমুখিতে ২-০-য় জেতে মোহনবাগান এসজি।