ব্রহ্মপুত্রে নিভল মশাল, ম্যাকলারেনের গোলে নতুন বছরেও ডার্বির রং সবুজ-মেরুন। মাঠ বদলালেও ভাগ্য বদলাল না ইস্টবেঙ্গলের। গুয়াহাটিতে আইএসএলের ফিরতি ডার্বিতেও মোহনবাগান হারাল ইস্টবেঙ্গলকে।
সকালটাই পরিষ্কার করে দিয়েছিল দিনের শেষটা কেমন হবে। ম্যাচের শুরুতে ফুটবলারদের গা গরম হওয়ার আগেই এগিয়ে যায় মোহনবাগান। জেমি ম্যাকলারেনের সেই গোলের ধাক্কা সামলাতে পারল না ইস্টবেঙ্গল। সারা ম্যাচ জুড়ে অনেক চেষ্টা করল তারা। গোল করার মতো পরিস্থিতিও তৈরি হল। কিন্তু কাজের কাজটাই হল না। রেফারির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠল। ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হল ইস্টবেঙ্গল। সেই সিদ্ধান্ত নিয়ে লাল-হলুদ সমর্থকেরা অখুশি হলেও ম্যাচের ভাগ্য বদলাল না। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও ডার্বি জিতল মোহনবাগান। আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা ১০টি ডার্বির মধ্যে ন’টিই জিতল তারা। ইস্টবেঙ্গল সমর্থকদের জয়ের আনন্দ দিতে পারল না। তবে মোহনবাগান জিতলেও তাদের খেলা নিয়ে অনেক প্রশ্ন উঠল। ইস্টবেঙ্গল তাদের সুযোগ কাজে লাগাতে পারলে ছবিটা অন্যও হতে পারত। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট মোহনবাগানের। আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করল সবুজ-মেরুন। ১১ নম্বরেই থেকে গেল লাল-হলুদ।