প্যারিস: প্যারিস অলিম্পিক্স চলছে পুরোদমে। বহু দেশের প্রতিযোগীরা রয়েছেন। হাজির হয়েছেন বহু দেশের ক্রীড়াপ্রেমী দর্শকরা৷ ফ্রান্স এখিন নিরাপত্তা বলয়ে ঘেরা। সেই নিরাপত্তায় আরও বাড়ছে নজরদারি।
দীর্ঘ সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে৷ ইউরোপেও রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছে। অন্যদিকে ইজরায়েল – প্যালেস্তাইন সংঘাতও চলছে৷ এই সবের ছায়া কম বেশি প্যারিস অলিম্পিক্সকেও ছুঁয়ে গিয়েছে।
ইজরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ সম্প্রতি মারা গিয়েছে। আর তারপর থেকেই শুরু হয়েছে চর্চা। বিশ্ব খেলার প্রতিযোগিতা অলিম্পিক্সের আসরে তার কোনও প্রভাব পড়বে না তো? সেই চর্চাও শুরু হয়েছে।
প্রতিযোগিতা শুরুর আগে অনেকেই ইজরায়েলি ক্রীড়াবিদদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলেন না। আইওসি – আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি এই বিষয়ে নজর দেয়। যদিও পরবর্তী কালে আর এই বিষয়টি নিয়ে বেশি জলঘোলা হয়নি।
তবে হামাস নেতা মারা যাওয়ার পর প্যারিসে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সামান্য বিবাদও চাইছে না নিরাপত্তা রক্ষীরা৷ বিশেষ করে ইজরায়েল ক্রীড়াবিদদের নিরাপত্তার উপর বিশেষ নজরদারি থাকছে। তাদের প্রতিযোগিতার সময় সজাগ নিরাপত্তা আরও রাখা হচ্ছে।