কলকাতা: মোহনবাগানের জয়ের রথ যেন থামতেই চাচ্ছেনা। সবুজ মেরুন ব্রিগেড ছুটে চলেছে দ্রুত গতিতে।
গতবারের আইএসএল এর লীগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এবারেও লীগ-শিল্ড জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে মোহনবাগান। প্রথম দল হিসাবে সেই ট্রফি ধরে রাখার দিকে এগোচ্ছে তারা।
১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ অবস্থান করছেন সবুজ – মেরুন বাহিনী। কার্যত বলাই যায় পর পর দুবার টানা শিল্ড জয় করে ইতিহাস রচনার পথে মোলিনার দল। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বলা যায়, মোহনবাগানকে টপকে অন্য দলের আইএসএল লীগ -শিল্ড জয় করা এই মৌসুমে সম্ভাবনা খুবই কম।তবুও তাদের কে এক্ষুনি চ্যাম্পিয়ন ঘোষণা করতে নারাজ অনেকেই। খেলাটা যেহেতু ফুটবল তাই সেখানে যেকোনো সময় অঘটন ঘটতেই পারে তাই আগে থেকেই কোন দলকে বিজয়ী বলে দেওয়া সেটা যথাযথ হবেনা।
ইস্টবেঙ্গল, চেন্নাইয়িন, হায়দরাবাদ এবং মহমেডান এই দল গুলির পক্ষে মোহনবাগানের সমান বা বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয়। মোহনবাগানের প্রয়োজন শুধু ওড়িশা এবং পঞ্জাবের বিরুদ্ধে জয়। পাঞ্জাব যদি মোহনবাগান কে হারাতে না পারে তাহলে শিল্ড জয়ের দৌড় থেকে ছিটকে যাবে তারা। ওপর দিকে মোহনবাগান যদি ড্র ও করে পাঞ্জাবের সাথে তাহলেও প্লে- অফের যোগ্যতা অর্জন করবে ।
কীভাবে লীগ- শিল্ড জিতবে মোহনবাগান?
মোহনবাগান টেবিলের শীর্ষ অবস্থান করছে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে আছে জামশেদপুর ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এবং তৃতীয়তে অবস্থান গোয়ার। জামশেদপুর এবং গোয়া এই দুটি দলই মোহনবাগানের ধারে কাছে অবস্থান করছে যারা মোহনবাগান না জিতলে শিল্ড জয়ের অন্যতম দাবীদার। জামশেদপুর বাঁকি ম্যাচগুলি জিতলে পৌঁছবে ৫২ পয়েন্টে ও গোয়া বাকি ম্যাচগুলি জিতলে পৌঁছাবে ৫১ পয়েন্টে।
এই হিসাবে অঙ্ক মেলালে মোহনবাগানকে অর্জন করতে হবে ৫৩ পয়েন্ট। যদিও ৫২ পয়েন্ট পেয়েও শিল্ড জয়ের দৌড়ে সবুজ মেরুন কিন্তু সবার চেয়ে এগিয়ে থাকবে। কারণে গোলের গড় অন্যান্য টীমের তুলনাই বেশী মোলিনার দলের। শিল্ড জয়ের জন্য সবুজ মেরুন বাহিনীর প্রয়োজন ১০ পয়েন্ট।
(৫ ই ফেব্রুয়ারি পাঞ্জাব, ১৫ই ফেব্রুয়ারি কেরালা, ২৩ ফেব্রুয়ারি ওড়িশা) পরবর্তী তিনটে ম্যাচ খুবই গুরুত্ব পূর্ণ হতে হলেছে মোহনবাগানের জন্য। তিনটে ম্যাচ জয় করতে পারলেই টানা দুবার আইএসএল লীগ -শিল্ড চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে সবুজ- মেরুন ব্রিগেড।
কার্ড সমস্যায় পরের ম্যাচে বাগান কোচ পাবেন না তাঁর স্টপার টম আলড্রেড আর ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়াকে যা কিছুটা সমস্যায় ফেলতে পারে কোচকে। তবে স্প্যানিশ স্টপার আলবার্তো রদ্রিগেস পুরো দমে প্র্যাকটিস সেরেছেন তাকে যথেষ্ট ফিট লাগছে এবং আশা করা হচ্ছে পরবর্তী ম্যাচে তাকে দেখা যাবে দলের হয়ে খেলতে।