এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় মহি‌লা দল, বাংলা থেকে শিকে ছিড়ল দুই ক্রিকেটারের

0

২০২৩ সালে পুরুষদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার লক্ষ্য মহিলাদের এশিয়া কাপ। চলতি মাসেই শুরু হবে মহিলাদের এশিয়া কাপ। শনিবার এই টুর্নামেন্টের জন্য ঘোষিত হল ভারতীয় মহি‌লা দল। দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর।

বোর্ডের পক্ষ থেকে মহিলাদের এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বাংলার রিচা ঘোষ ১৫ জনের দলের সুযোগ পেয়েছেন। ১৫ জনের পাশাপাশি শ্বেতা সেহরাবত, সাইকা ইশাক, তনুকা কানওয়ার এবং মেঘনা সিংহকে রিজার্ভ দলে রয়েছেন।

এবার এশিয়া কাপের আয়োজন করবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ডাম্বুলাতে বসছে এবারের মেয়েদের এশিয়া কাপের আসর। এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচেই ভারতীয় দল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল অভিযান শুরু করবে আগামী ১৯ জুলাই। এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ছাড়াও খেলবে সংযুক্ত আরব আমিরশাহি (২১ জুলাই) এবং নেপালের (২৩ জুলাই) বিরুদ্ধে। সব ম্যাচ হবে ডাম্বুলা স্টেডিয়ামে।

*ভারতের দল:* হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেস, রিচা ঘোষ, উমা ছেত্রী, পূজা বস্ত্রকর, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ ঠাকুর, দয়ালন হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, এবং সাজনা সজীবন।