আসন্ন আইএসএল এর আগে জার্সি উন্মোচন করল মোহামেডান স্পোর্টিং, ক্লাবের নতুন পথ চলার সঙ্গী শ্রাচি গ্রুপ

0

কলকাতা:- গতবারে আই লিগ জয় করে ভারতের প্রথম সারির ফুটবল প্রতিযোগিতা আইএসএলে যোগ্যতা অর্জন করেছে বাংলার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং। পূর্ববর্তী মৌসুমে এক দুর্দান্ত ফলের পর এবার তারা আইএসএলকে পাখির চোখ করেছে। এবং নতুন বছরে এবারে তাদের সঙ্গী শ্রাচি গ্রুপ।

ফুটবল থেকে ক্রিকেট এছাড়াও দেশের ক্রীড়া জগতের সমস্ত বিভাগেই বিনিয়োগ করেছেন তারা। এবারে তাদের নতুন বিনিয়োগকারী সংস্থা বাংলার অন্যতম প্রধান মোহামেডান স্পোর্টিং। এবং আজকে তিলোত্তমার এক পাঁচ তারা হোটেলেই মোহামেডানের জার্সি উন্মোচন সেরে নেওয়া হলো।

এক ছাদের তলায় তারকার সমাহার। যেন চাঁদের হাট। অধিনায়ক সামাদ আলি মল্লিক থেকে শুরু করে দলের বিদেশিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন মহমেডানের সভাপতি আমিরুদ্দিন ববি, সহ সভাপতি কামারুদ্দিন‌ সহ ক্লাবের অন্যান্য কর্তারা। ছিলেন মহমেডানের অন্যতম ইনভেস্টর শ্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি এবং সংস্থার চেয়ারম্যান তমাল ঘোষাল।

আগামী সোমবার থেকে নিজেদের নতুন পথচলা শুরু করতে চলেছে মোহামেডান স্পোর্টিং। এবং তার পূর্বে এক দীর্ঘ ও বার্তা দিয়েছেন দলের কোচ থেকে শুরু করে শ্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি।

রাহুল টোডি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে মহমেডানের সমর্থকরা আছে। আমরা অনেক কষ্ট করে আইএসএলে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছি। আমরা এই জায়গা থেকে দলকে এগিয়ে নিয়ে যাব।’

আইএসএলকে মাথায় রেখে সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিয়েছেন কোচ।

চের্নিশভ বলেন, ‘আইএসএলের মান আই লিগের থেকে অনেকটাই বেশি। সেরা ভারতীয় এবং বিদেশিরা খেলে। রেজাল্টি কী হবে কেউ জানে না, তবে আমরা ভাল ফুটবল খেলার চেষ্টা করব। প্রথম ম্যাচ আমাদের কাছে স্পেশাল। আমি চাই প্রত্যেক ম্যাচেই সমর্থকরা মাঠে আসুক। জানি সাপোর্টাররা ইতিবাচক রেজাল্ট চায়। আমরাও প্রত্যেক ম্যাচ জিততে চাই। কিন্তু সেটা হয়তো সম্ভব নয়। তবে আমরা লড়াই করব। ভাল ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম বছরই চমক দিতে চাই।’