T20I-তে লজ্জার বিশ্বরেকর্ড ! ১০ রান এ অল আউট ! প্রতিপক্ষ ম্যাচ জেতে ১১৫ বল বাকি থাকতে

0

কলকাতা: কখনও জাপান, কখনও হংকং আবার কখনও সিঙ্গপুর, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মঙ্গোলিয়াকে নিয়ে ছেলেখেলা করছে একের পর এক দেশ। ২০২৪ সালে ইতিমধ্যেই একবার ৩০-এর নীচে এবং দু’বার ২০-র কমে অল-আউট হয় মঙ্গোলিয়া। তবে বৃহস্পতিবার সিঙ্গপুরের সামনে ল্যাজেগোবরে হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল তারা।

 

মঙ্গলবার আইসিসি মেনস টি-২০ ওয়ার্ল্ড কাপ এশিয়া কোয়ালিফায়ার এ-র ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামে মঙ্গোলিয়া। এই ম্যাচে মাত্র ১০ রানে অল-আউট হয়ে যায় মঙ্গোলিয়া। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটিই সব থেকে কম রানে অল-আউট হওয়ার যুগ্ম বিশ্বরেকর্ড।

 

এর আগে ২০২৩ সালে স্পেনের বিরুদ্ধে আইল অফ ম্যান ৮.৪ ওভারে ১০ রানে অল-আউট হয়। এতদিন সেটিই ছিল এককভাবে সব থেকে ছোট আন্তর্জাতিক টি-২০ ইনিংস। এবার আইল অফ ম্যানের লজ্জার ভাগ নিল মঙ্গোলিয়া।

 

আইল অফ ম্যানের বিরুদ্ধে সেই ম্যাচে পালটা ব্যাট করতে নেমে স্পেন ২ বলেই জয় তুলে নেয়। তবে মঙ্গোলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে সিঙ্গাপুর জয় তুলে নেয় ৫ বলে। যদিও তারা ১টি উইকেটও হারায়। অর্থাৎ ১১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে সিঙ্গাপুর।ম্যাচের সেরা হন হর্ষ।

 

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম রানে অল-আউট

 

১. মঙ্গোলিয়া- ১০ রানে (বনাম সিঙ্গাপুর, ২০২৪)।

২. আইল অফ ম্যান- ১০ রানে (বনাম স্পেন, ২০২৩)।

৩. মঙ্গোলিয়া- ১২ রানে (বনাম জাপান, ২০২৪)।

৪. মঙ্গোলিয়া- ১৭ রানে (বনাম হংকং, ২০২৪)।

৫. তুরস্ক- ২১ রানে (বনাম চেক প্রজাতন্ত্র, ২০১৯)।

৬. চিন- ২৩ রানে (বনাম মালয়েশিয়া, ২০২৩)।

৭. রওয়ান্ডা- ২৪ রানে (বনাম নাইজেরিয়া, ২০২৩)।

৮. মঙ্গোলিয়া- ২৬ রানে (বনাম জাপান, ২০২৪)।

৯. লেসোথো- ২৬ রানে (বনাম উগান্ডা, ২০২১)।