Syed Mushtaq Ali Trophy : দায়িত্বশীল ব্যাটিং করনলালের , উইকেট শামির ! বিহারের বিরূদ্ধে দাপুটে জয় বাংলার !

0

কলকাতা : সৈয়দ মুস্তাক আলি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বিহারকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল বাংলা। অল্পের জন্য শতরান না পেলেও ম্যাচের সেরা হলেন করণ লাল।বাংলার ৬ ম্যাচে হলো ২০ পয়েন্ট। রাজস্থানের রয়েছে ৫ ম্যাচে ২০ পয়েন্ট। রাজস্থানকে হারালেই বাংলা নক-আউট পর্বে ওঠা নিশ্চিত করে ফেলবে।

 

রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়াম সি-তে আজ বাংলা টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয়। বিহার ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তোলে। অধিনায়ক সাকিবুল গনি ওপেন করতে নেমে ৫৬ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। তিনি ১২টি চার ও ১টি ছয় মেরেছেন।কুমার রজনীশ ১৭ বলে ২২, বিপিন সৌরভ ১১ বলে ১৩, অঙ্কিত সিং ১৫ বলে ১১ রান করলেন। সায়ন ঘোষ ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে নেন ২ উইকেট। মিজোরাম, মধ্যপ্রদেশ ও মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচে উইকেট পাননি মহম্মদ শামি।

 

তার আগে হায়দরাবাদ ম্যাচে শামি ২১ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেছিলেন। আজ শামি ৪ ওভারে ১৮ রান খরচ করে নিলেন ১টি উইকেট। প্রয়ার রায় বর্মণ ২ ওভারে ১৭ ও শাহবাজ আহমেদ ৪ ওভারে ২৭ রান খরচ করে নিলেন ১টি করে উইকেট।জবাবে খেলতে নেমে বাংলা ৬ ওভার বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। ১৪ ওভারে বাংলা ১ উইকেটে ১৫০ রান তুলে ফেলে। তার মধ্যে ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন করণ লাল। ৯টি চার ও ৬টি ছয় মেরেছেন তিনি। অভিষেক পোড়েল ১০ বলে ১৯ রান করেন। অধিনায়ক সুদীপ কুমার ঘরামি ২৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। একমাত্র উইকেটটি পেয়েছেন প্রতীক কুমার।