কলকাতা:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব শেষ হয়ে যাওয়ার পর আবারো ফুটবলে ফিরতে চায় কলকাতা ময়দান। পুজো শেষ। এবার কলকাতা ডার্বি জন্য অপেক্ষায় লাল হলুদ এবং সবুজ মেরুন সমর্থকেরা। আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এশিয়ার সর্বপ্রাচীন ডার্বি প্রতিযোগিতা অর্থাৎ মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ।
একেই কলকাতা ডার্বি তার উপর আবার মরশুমের প্রথম এ যেন এক অন্য উন্মাদনা। একদিকে আই এস এল এ বেশ ভালো শুরু করেছে মলিনার মোহনবাগান সুপার জায়েন্ট। অপরদিকে নানা বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে নতুন দ্রোণাচার্যের হাত ধরেছে ইস্টবেঙ্গল।
দুই দলকে দেখলেই বোঝা যাচ্ছে এখনো দলকে ঠিক হাতে কলমে পরক করে উঠতে পারেনি কর্তৃপক্ষ। একদিকে মলিনার মোহনবাগান অপরদিকে লাল হলুদের নতুন কোচ অস্কার ব্রুজো এর হাত ধরে প্রথম ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল। আসন্ন শনিবার আই এফ এল এর প্রথম ডার্বি এবং মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে টিকিট বিক্রি চলবে ১৮ই অক্টোবর পর্যন্ত।
অফলাইনের সঙ্গে সঙ্গে ১৮ই অক্টোবর অব্দি চলবে অনলাইনেও টিকিট কাটা। অনলাইন টিকিটের ক্ষেত্রে ইস্ট বেঙ্গল সাপোর্টারদের যুবভারতী ক্রীড়াঙ্গনের এক নম্বর গেটের বক্স অফিস থেকে টিকিট নিতে হবে সময় সকাল ১১ টা থেকে ঠিক সন্ধে ছটা পর্যন্ত। সন্ধি ছটার পর টিকিট সংগ্রহ করা যাবে না বলেই জানানো হয়েছে ক্লাব কর্তৃপক্ষ থেকে।
অফলাইন টিকিট এর ক্ষেত্রে দু’দলের সমর্থকরা যথাক্রমে ইস্টবেঙ্গল ক্লাব এবং রুবি হাসপাতাল জংশন থেকে টিকিট কাটতে পারবে সময় মঙ্গলবার থেকে শুক্রবার ঠিক সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬ টা।
সামনেই দুরগোরায় কড়া নাড়ছে কলকাতা ডার্বি। পুজো শেষের আগে ইস্টবেঙ্গলকে নিয়ে একচোট প্র্যাকটিস সেরেছিলেন কলকাতা লিগ কোচ বিনো জর্জ তবে সুত্র মারফত জানা যাচ্ছে আসন্ন ডার্বি কে মাথায় রেখে লাল হলুদ নতুন কোচ অস্কার কে কলকাতায় আনার কথা ভাবছে, লাল হলুদ কর্তৃপক্ষ।